আনজুমা‌নে ফার‌সি বাংলা‌দেশের সভাপ‌তি কামাল, সম্পাদক মু‌মিত

১২ জানুয়ারি ২০২৫, ১১:৩৩ AM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৪৪ PM
 কামাল ও মু‌মিত

কামাল ও মু‌মিত © টিডিসি সম্পাদিত

বাংলাদেশের ফারসি ভাষার গ‌বেষক, শিক্ষক, শিক্ষার্থী ও ফা‌রসি ভাষা চর্চাকারী‌দের গবেষণাধর্মী সংগঠন ‘আনজুমা‌নে ফার‌সি বাংলা‌দেশ’-এর ৬ষ্ঠ দ্বিবার্ষিক স‌ম্মেলন অনু‌ষ্ঠিত হ‌য়েছে। শ‌নিবার (১২ জানুয়ারি) ঢাকা বিশ্ব‌বিদ্যাল‌য়ের (ঢা‌বি) আর‌সি মজুমদার লেকচার থি‌য়েটা‌রে এ স‌ম্মেলন অনু‌ষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে নতুন কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়াম্যান ও সহযোগী অধ্যাপক ড. মুমিত আল রশিদ।

দ্বিবার্ষিক স‌ম্মেলনে আন্‌জুমানে ফারসি বাংলাদেশের সভাপতি ড. মুহাম্মদ ঈসা শাহেদীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ ইরান দূতাবাসের রাষ্ট্রদূত মানসুর চাভুশি, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ শহিদুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান এবং ঢাকাস্থ ইসলামি প্রজাতন্ত্র ইরান দূতাবাসের কালচারাল কাউন্সেলর সাইয়্যেদ রেজা মীর মোহাম্মাদী।

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ব‌লেন, আমাদের বৃহত্তর সমাজ এবং রাজনীতির অনেক গভীরে এই ভাষা। এ‌দেশে দীর্ঘদিন ধ‌রে ফার‌সি ভাষার চর্চা হ‌য়ে আস‌ছে। এই চর্চাটা টিকিয়ে রাখা দরকার। আঞ্জুমানে ফারসি যে উদ্যোগটি নিয়েছে, এ ভাষার সাথে আগ্রহ যারা জড়িত আছেন, ব্যক্তি এবং প্রতিষ্ঠান, তাদেরকে এক জায়গায় করবার চেষ্টা, সেটি যে কোনো বিবেচনায় একটি ভালো উদ্যোগ। সেই কারণেই আজকের এই আয়োজনটি গুরুত্বপূর্ণ।

সৌদিতে বাংলাদেশি হজযাত্রীর সন্তান প্রসব: নিয়ম লঙ্ঘনের অভিযোগ
  • ০২ জানুয়ারি ২০২৬
কেন্দ্রে প্রবেশ করছে শিক্ষার্থীরা, বাইরে অভিভাবকদের ভিড়
  • ০২ জানুয়ারি ২০২৬
নভেম্বরে মাসসেরা কোচ হয়েও জানুয়ারিতে চাকরি হারালেন চেলসি …
  • ০২ জানুয়ারি ২০২৬
জুমার নামাজে খুতবা চলাকালীন চুপ থাকা ও কথা বলার বিধান
  • ০২ জানুয়ারি ২০২৬
আজ শেষ হচ্ছে ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোক, জুমার নামাজের প…
  • ০২ জানুয়ারি ২০২৬
আপনার এনআইডি দিয়ে কয়টি মোবাইল নিবন্ধিত, জানবেন যেভাবে
  • ০২ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!