রাবিতে শুরু হচ্ছে দেশের প্রথম নাট্যমেলা 

০২ মার্চ ২০১৯, ০১:১০ PM
নাট্যমেলা উপলক্ষে শনিবার সংবাদ সম্মেলন করে ‘আনর্ত’

নাট্যমেলা উপলক্ষে শনিবার সংবাদ সম্মেলন করে ‘আনর্ত’ © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে আগামী সোমবার থেকে শুরু হচ্ছে দুদিনব্যাপী ব্যতিক্রমধর্মী নাট্যমেলা। বিশ্ববিদ্যালয়ের শিরাজী ভবনের ‘আনর্ত আঙ্গিনা’ ও কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এ মেলা চলবে। থিয়েটার পত্রিকা ‘আনর্ত’ এ মেলার আয়োজন করছে।

আজ শনিবার সকাল ১০টায় ‘আনর্ত আঙ্গিনায়’ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ মেলা সম্পর্কে সংবাদিকদেরকে বিস্তারিত জানানো হয়। এটিকে দেশের প্রথম নাট্যমেলা হিসেবে অভিহিত করেছেন আয়োজকরা।

‘আনর্ত’র সম্পাদক ও নাট্যকলা বিভাগের সভাপতি আতাউর রহমান রাজু বলেন, ‘আমার জানামতে দেশে অনেক নাট্য উৎসব হয়েছে, কিন্তু কোথাও 'নাট্যমেলা' হয়নি। সে হিসেবে এটিই দেশের প্রথম নাট্যমেলা। নিঃসন্দেহে দেশে তথা রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এটি একটি ব্যতিক্রমী উদ্যোগ।’

মেলার উদ্বোধনী পর্বে প্রধান অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম. আব্দুস সোবহান। এছাড়া বিশেষ অতিথি থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা, অধ্যাপক ড . চৌধুরী এম. জাকারিয়া, নাট্যজন রামেন্দু মজুমদার, মামুনুর রশীদ, লিয়াকত আলী লাকী, বিপ্লব বালা প্রমুখ।

দুই দিনব্যাপী এ আয়োজনে থাকবে, নাটক, নাটকের গান, নাট্য-আডডা, বৈঠক, নাট্য-উপকরণ প্রদর্শনী, বইয়ের দোকান এবং রাজশাহী বিভাগীয় নাটকের উল্লেখযোগ্য দলসমূহের স্টল। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মেলা প্রাঙ্গনে বাবুল বিশ্বাসের প্রদর্শনী ও নাটকের বইয়ের হাট চলবে।

গননা শেষ না হওয়া পর্যন্ত ভোট কেন্দ্র পাহাড়া দিতে নেতাকর্মীদ…
  • ২৬ জানুয়ারি ২০২৬
যুবলীগের চার নেতা গ্রেপ্তার
  • ২৬ জানুয়ারি ২০২৬
মহিলাদের প্রচারে বাঁধা, সংঘর্ষে জামায়াতের ৬ কর্মী আহত
  • ২৬ জানুয়ারি ২০২৬
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নির্বাহী কমিটির সদস্য বহ…
  • ২৬ জানুয়ারি ২০২৬
গবেষণার পাশাপাশি কারুকার্যেও সৃজনশীলতার ছাপ রেখে চলেছে শিক্…
  • ২৫ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতার বক্তব্যের প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও ঢাবি প…
  • ২৫ জানুয়ারি ২০২৬