শিল্পী মোস্তফা মনোয়ারকে আজীবন সম্মাননা দিল জাবি

১৮ ফেব্রুয়ারি ২০১৯, ০৬:০২ PM
বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী-২০১৯

বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী-২০১৯

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগের আয়োজনে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে সপ্তাহব্যাপী বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী-২০১৯। ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানে শিল্পী মোস্তফা মনোয়ারকে আজীবন সম্মাননা প্রদান করা হয়েছে।

এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে সেরা শিল্পকর্মের জন্য অন্তত ১৫ শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়েছে। তারা হলেন, মানেশ দেবনাথ হৃদয় (মিডিয়া বেস্ট এওয়ার্ড, পেন্সিল), মুজাহিদ হাওলাদার (মিডিয়া বেস্ট এওয়ার্ড, মেটাল), ফারিয়াজ ইমরান (মিডিয়া বেস্ট এওয়ার্ড, পেন এন্ড ইনক), আসিফ আল নুর (মিডিয়া বেস্ট এওয়ার্ড, অয়েল কালার), রুবাইয়াৎ ইবনে নাবী (মিডিয়া বেস্ট এওয়ার্ড, ওয়াটার কালার), ফারিয়া তাসনিম (এক্সপেরিমেন্টাল বেস্ট এওয়ার্ড, পেইন্টিং), জহিরুল ইসলাম (এক্সপেরিমেন্টাল অনারেবল এওয়ার্ড, ক্রাফট), ফারিয়া ইসলাম (এক্সপেরিমেন্টাল অনারেবল এওয়ার্ড, ফ্যাশন), মঞ্জুরুল ইসলাম লিয়ন (এক্সপেরিমেন্টাল বেস্ট এওয়ার্ড, ক্রাফট), সুবির মন্ডল (এক্সপেরিমেন্টাল অনারেবল এওয়ার্ড, পেইন্টিং), অমিয় রাই (বেস্ট এওয়ার্ড, ড্রয়িং), ফাহমিদা ইসলাম ভাবনা, (অনারেবল এওয়ার্ড, ডিজাইন), মিম ফজলে রাব্বি (অনারেবল এওয়ার্ড, ট্যাপেস্ট্রী), ফারজানা আখতার (অনারেবল এওয়ার্ড, উড কার্ভিং), জান্নাতুল তামান্না (অনারেবল এওয়ার্ড, ওয়াটার কালার)

আয়োজক সূত্রে জানা যায়, সপ্তাহব্যাপী বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনীটি চারুকলা বিভাগের বিএফএ (ব্যাচেলর অব ফাইন আর্ট) এবং এমএফএ (মাস্টার্স অব ফাইন আর্ট) পর্যায়ে অধ্যয়নরত বিভিন্ন বর্ষের ৭০ জন শিক্ষার্থীদের শিল্পকর্ম নিয়ে।

চারুকলা বিভাগের সভাপতি শারমিন জামান বলেন, এ বছর দ্বিতীয়বারের মতো বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। যা প্রতিবছরই অব্যাহত থাকবে। তিনি মনে করেন, এই আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা শিল্পকর্মে আরো উৎকর্ষ জ্ঞান লাভ করতে পারবে। এ সময় প্রদর্শনীর মেয়াদ ১৮ ফেব্রুয়ারি থেকে বাড়িয়ে ২১শে ফেব্রুয়ারি করা হয়েছে বলে তিনি জানান।

গননা শেষ না হওয়া পর্যন্ত ভোট কেন্দ্র পাহাড়া দিতে নেতাকর্মীদ…
  • ২৬ জানুয়ারি ২০২৬
যুবলীগের চার নেতা গ্রেপ্তার
  • ২৬ জানুয়ারি ২০২৬
মহিলাদের প্রচারে বাঁধা, সংঘর্ষে জামায়াতের ৬ কর্মী আহত
  • ২৬ জানুয়ারি ২০২৬
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নির্বাহী কমিটির সদস্য বহ…
  • ২৬ জানুয়ারি ২০২৬
গবেষণার পাশাপাশি কারুকার্যেও সৃজনশীলতার ছাপ রেখে চলেছে শিক্…
  • ২৫ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতার বক্তব্যের প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও ঢাবি প…
  • ২৫ জানুয়ারি ২০২৬