চবিতে উদীচীর বসন্ত বরণ উৎসব

১৩ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:৩৮ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত মঞ্চে বসন্ত উৎসবের আয়োজন করে উদীচী শিল্পীগোষ্ঠী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত মঞ্চে বসন্ত উৎসবের আয়োজন করে উদীচী শিল্পীগোষ্ঠী © টিডিসি ফটো

‘ডাকে বসন্ত আসি বারবার, গানে গানে আজি খুলে দাও দ্বার’ এ শ্লোগানকে ধারণ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বসন্ত উৎসব উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত মঞ্চে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এক অনুষ্ঠানের আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বর্ণিল পোশাকে সেজে এ অনুষ্ঠানে অংশ নেন। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বসন্ত বরণ উৎসবের উদ্বোধন করেন চবি উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। উদীচী’র সভাপতি ও চবির গণিত বিভাগের সভাপতি অধ্যাপক ড. গণেশ চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন চবি সংগীত বিভাগের সভাপতি অধ্যাপক সুকান্ত ভট্টাচার্য, চারুকলা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক জনাব জাহেদ আলী চৌধুরী, উদীচী’র সহ-সভাপতি কবি ইউসুফ মুহম্মদ এবং সাংগঠনিক সম্পাদক ধর্মরাজ।

উপাচার্য তাঁর বক্তব্যে উপস্থিত সকলকে ফাল্গুনের শুভেচ্ছা জানান। তিনি বলেন, বসন্তের এই দিনে আমাদের প্রিয় শিক্ষার্থীরা সকল কুসংস্কার ও অন্ধকার নিধন করে আলোর প্রজ্জ্বলন ঘটিয়ে প্রিয় মাতৃভূমিকে আলোকিত করবে এটিই হোক বসন্তের শপথ। বর্তমান সরকার শিক্ষার সাথে ক্রীড়া ও সংস্কৃতিকে সমন্বয় করে দেশ ও জাতিকে যে শিক্ষাদর্শন উপহার দিয়েছেন সেখানে সংস্কৃতি হল একটি প্রধান অনুষঙ্গ। আমাদের শিক্ষার্থীরা আবহমান বাংলার হাজার বছরের সেই সংস্কৃতিকে ধারণ, লালন ও চর্চার মাধ্যমে নব উদ্যোমে উজ্জীবিত হয়ে বিশ্ব দরবারে বাঙ্গালি জাতিসত্বাকে উপস্থাপন করতে সচেষ্ট হবে সে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

উদীচী’র কোষাধ্যক্ষ দুর্দানা চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে উদীচী শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

গননা শেষ না হওয়া পর্যন্ত ভোট কেন্দ্র পাহাড়া দিতে নেতাকর্মীদ…
  • ২৬ জানুয়ারি ২০২৬
যুবলীগের চার নেতা গ্রেপ্তার
  • ২৬ জানুয়ারি ২০২৬
মহিলাদের প্রচারে বাঁধা, সংঘর্ষে জামায়াতের ৬ কর্মী আহত
  • ২৬ জানুয়ারি ২০২৬
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নির্বাহী কমিটির সদস্য বহ…
  • ২৬ জানুয়ারি ২০২৬
গবেষণার পাশাপাশি কারুকার্যেও সৃজনশীলতার ছাপ রেখে চলেছে শিক্…
  • ২৫ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতার বক্তব্যের প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও ঢাবি প…
  • ২৫ জানুয়ারি ২০২৬