হাইকোর্ট © সংগৃহীত
দেশের প্রত্যেক নাগরিকের জন্য বিনামূল্যে নিরাপদ খাবার পানি নিশ্চিত করাকে সংবিধান অনুযায়ী মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করেছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিচারপতি মো. আশরাফুল কামাল এবং বিচারপতি কাজী ওয়ালিউল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই ঐতিহাসিক রায়ের ১৬ পৃষ্ঠার পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করেন।
এর আগে, ২০২৫ সালের ২৭ ফেব্রুয়ারি সংক্ষিপ্ত আকারে এই রায়টি দেওয়া হয়েছিল। ২০২০ সালে দেশের প্রতিটি মানুষের জন্য নিরাপদ ব্যবহারযোগ্য পানি নিশ্চিত করার লক্ষে উচ্চ আদালত স্বপ্রণোদিত হয়ে একটি রুল জারি করেছিলেন। সেই রুলের দীর্ঘ শুনানি শেষে আদালত চূড়ান্ত এই রায় প্রদান করেন।
রায়ের পর্যবেক্ষণে আদালত স্পষ্টভাবে উল্লেখ করেন, বাংলাদেশ সংবিধানের ৩২ অনুচ্ছেদ অনুযায়ী নিরাপদ এবং বিশুদ্ধ পানযোগ্য পানি পাওয়া প্রত্যেক নাগরিকের অবিচ্ছেদ্য মৌলিক অধিকার। একই সঙ্গে নাগরিকদের এই অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব ও কর্তব্য হিসেবেও রায়ে উল্লেখ করা হয়েছে।