মাউশির ডিজি নিয়োগের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়েছেন হাইকোর্ট

হাইকোর্ট
হাইকোর্ট  © ফাইল ফটো

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে আবেদন গ্রহণ করা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। 

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) এক রিটের প্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতি ফাতেমা নাজিব এবং বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

রিটে শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, সুপিরিয়র সিলেকশন বোর্ড (এসএসবি)-এর চেয়ারম্যান এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-১ শাখার উপসচিবকে বিবাদী করা হয়েছে।

রুলে কেন গত ৬ অক্টোবর প্রকাশিত নোটিশ (স্মারক নং ৪,০০,০০০০.০৮০.৩৮.০০৩.২০০০-০২), যার মাধ্যমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক পদে নিয়োগের জন্য আবেদন আহ্বান করা হয়েছে, তা অবৈধ ও আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না এবং কেন উক্ত নোটিশের কোনো আইনগত কার্যকারিতা নেই বলে ঘোষণা দেওয়া হবে না জানাতে বিবাদীদের নির্দেশ দেওয়া হয়েছে।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!