প্রতারণার অভিযোগে

সালমান এফ রহমানসহ ৬ জনের বিরুদ্ধে তিন ক্যাপ্টেনের মামলা

সালমান এফ রহমান
সালমান এফ রহমান  © সংগৃহীত

প্রতারণার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ও বেক্সিমকো এভিয়েশনের সালমান এফ রহমান, তার ভাই এ এস এফ রহমানসহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজ রবিবার (৭ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে মামলার আবেদন করেন তিন ক্যাপ্টেন। 

তারা হলেন, ক্যাপ্টেন মো. মাহবুব আলম, ক্যাপ্টেন মোহাম্মদ রাশেদুল আমীন ও ক্যাপ্টেন জাহিদুর রহমান। ১ কোটি ২০ লাখ ৫৫ হাজার টাকা প্রতারণার অভিযোগে এ মামলার আবেদন করেন তারা।

এ মামলায় অপর আসামিরা হলেন, এভিয়েশনের আব্দুল্লাহ খান মজলিশ, তার ভাই ইমরান খান মজলিশ, গুলজার হোসাইন এবং সৈয়দ সামিউল ওয়াদুদ ওরফে সামি ওয়াদুদ।

আরও পড়ুন : শিশির মনিরের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগে মামলার আবেদন

বাদীপক্ষের আইনজীবী মো. তরিকুল ইসলাম জানান, আদালত অভিযোগের বিষয়ে তদন্ত করে সিআইডি পুলিশকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এ আইনজীবী বলেন, ‘মামলার প্রধান অভিযোগ হচ্ছে, সালমান এফ রহমানের কোম্পানি এভিয়েশন লিমিটেড এ অভিযোগকারীরা চাকরি নিয়েছিলেন পাইলট হিসেবে। সালমান এফ রহমান দেশের বিভিন্ন জায়গাতে যেতেন, আসতেন হেলিকপ্টারে করে। কোম্পানিতে থাকাকালে উনারা (পাইলটরা) বেতন ভাতা পেয়েছিলেন ঠিকই। ফেব্রুয়ারি মাসে উনাদেরকে টার্মিনেট করা হয় পাওনা বাকি রেখে। কোটি টাকার উপরে তাদের পাওনা।

পরে খোঁজখবর নিয়ে দেখি, এই কোম্পানিটা ছিল আসলে একটা ফেক কোম্পানি। তারা আমাদের কাছ থেকে সার্ভিস নিয়েছে একটা ভুয়া কোম্পানি গঠন করে এবং আরও নিশ্চয়ই শত শত কোটি টাকা লোপাট করেছে। তারা আমাদের পাওনা থেকে বঞ্চিত করছে। তারা আমাদের সাথে প্রতারণা করেছে। ২০২১ সালে তারা বিভিন্ন সময়ে নিয়োগ করেছেন বলে জানিয়েছেন এ আইনজীবী।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence