প্লট দুর্নীতি মামলা 

সজীব ওয়াজেদ জয়কে ৫ বছরের কারাদণ্ড

২৭ নভেম্বর ২০২৫, ১২:১৯ PM , আপডেট: ২৭ নভেম্বর ২০২৫, ১২:১৯ PM
সজীব ওয়াজেদ জয়

সজীব ওয়াজেদ জয় © ফাইল ছবি

ঢাকার পূর্বাচলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির আলাদা তিন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ৫ বছর করে কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা  করেন।

ঢাকার পূর্বাচলের রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় শেখ হাসিনার পর তার ছেলে সজীব ওয়াজেদ জয়কেও ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন।

এর আগে প্লট বরাদ্দে দুর্নীতির পৃথক তিন মামলায় একই আদালত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৭ বছর করে মোট ২১ বছরের কারাদণ্ড দেন।

রায় ঘোষণার সময় আদালত বলেন, শেখ হাসিনা রাজউকের প্লট পেতে মিথ্যা হলফনামা দিয়েছেন। প্লট বরাদ্দে রাজউক, গৃহায়ণ কর্তৃপক্ষ ও সাবেক প্রধানমন্ত্রী অন্যায় করেছেন।

প্লট দুর্নীতির ৩ মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ডপ্লট দুর্নীতির ৩ মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড শেখ হাসিনাকে পৃথক তিনটি মামলায় ৭ বছর করে মোট ২১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একটির পর একটি সাজা কার্যকর হবে বলে জানান আদালত।

আরও পড়ুন: আন্দোলনকারীদের দখলে এনটিআরসিএ ভবন, লাঞ্ছনা আতঙ্কে বাইরে ঘুরছেন কর্মকর্তারা

পূর্বাচল নতুন শহর প্রকল্পে ক্ষমতার অপব্যবহার করে শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের নামে ১০ কাঠা করে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে পৃথক তিনটি মামলা হয় চলতি বছরের জানুয়ারিতে। গত ২৫ মার্চ প্রতিটি মামলায় অভিযোগপত্র দেওয়া হয়।

বিচারকাজ শুরু হয় ৩১ জুলাই। তিন মামলার একটিতে শেখ হাসিনাসহ আসামি ১২ জন। আরেকটিতে সজীব ওয়াজেদসহ ১৭ এবং অন্যটিতে সায়মা ওয়াজেদসহ ১৮ জন আসামি। অন্য আসামিদের মধ্যে রাজউক ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তারাও রয়েছেন।

গত ২৩ নভেম্বর যুক্তিতর্ক শেষে রায়ের জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন আদালত।

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা
  • ১৬ জানুয়ারি ২০২৬
তেল নিয়ে টাকা না দিয়েই পালানোর চেষ্টা, গাড়ির চাপায় ওয়েলম্…
  • ১৬ জানুয়ারি ২০২৬
ইবিতে ওসমান হাদি হত্যার বিচার দাবিতে বিক্ষোভ 
  • ১৬ জানুয়ারি ২০২৬
‘মুক্তিযুদ্ধ প্রশ্নে অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা বরাবরই…
  • ১৬ জানুয়ারি ২০২৬
খালেদা জিয়ার কারণেই সার্বভৌমত্ব সুরক্ষিত ছিল: রিজভী
  • ১৬ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জ-২ আসনে জাতীয় পার্টির প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9