মার্কিন নাগরিক এনায়েতের সহযোগী আজহার ৪ দিনের রিমান্ডে

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট
ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট  © সংগৃহীত

বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক এনায়েত করিম চৌধুরীর সহযোগী মো. আজহার আলী সরকারকে (৫৪) রমনা থানার এক মামলায় চারদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

আজ শনিবার (১১ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমানের আদালত এই আদেশ দেন। এদিন আসামির সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর মো.হারুন।

রিমান্ড আবেদন সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামি মো. আজহার আলী সরকারসহ আরও অজ্ঞাতনামা আসামিরা এজাহারনামীয় গ্রেফতাকৃেত আসামি এনায়েত করিম চৌধুরীর সাথে পরস্পর যোগসাজস করে বিভিন্ন তারিখ ও সময়ে বাংলাদেশের অখন্ডতা, সংহতি, জন নিরাপত্তা বা সার্বভৌমত্ব বিপন্ন করার জন্য জনসাধারণের মধ্যে আতংক সৃষ্টির করতেছে।

আরও পড়ুন : অব্যবস্থাপনাই যেন নিয়ম ঢাকার নিম্ন আদালত পাড়ায় 

এজাহারনামীয় আসামিসহ পলাতক অন্যান্য আসামিদের সঙ্গে পরস্পর যোগসাজস করিয়া তদন্তে প্রাপ্ত গ্রেফতারকৃত আসামি মো. আজহার আলী সরকার (৫৭) একটি প্রভাবশালী রাষ্ট্রের পক্ষে বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি অস্থিতিশীল করার লক্ষ্যে কোন রাজনৈতিক জনগোষ্ঠী বা অন্য কোন অনিবন্ধিত অথবা নিবন্ধিত কিন্তু রাজনৈতিক কার্যক্রম বর্তমানে স্থগিত এবং নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের সাথে গোপনে সলাপরামর্শ করিয়াছে সেই সকল তথ্য উদঘাটন করার জন্য নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের প্রয়োজন।

মামলা সূত্রে জানা যায়,  ১৩ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় রাজধানীর মিন্টো রোডের মন্ত্রীপাড়া এলাকায় প্রাডো গাড়িতে আরোহণ করে সন্দেহজনক চলাচল করতে দেখা যায় আসামি এনায়েত করিম চৌধুরীকে। এসময় তার গাড়ি থামানো হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি কোন সদুত্তোর দিতে না পারায় তাকে পুলিশ হেফাজতে নেয়া হয়। তার কাছ থেকে প্রাপ্ত দুইটি আইফোন জব্দ করা হয়। প্রাথমিকভাবে তার ফোন বিশ্লেষণ করে বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে।


সর্বশেষ সংবাদ