সব কিছুরই শেষ আছে: পলক

আদালতে জুনাইদ পলক
আদালতে জুনাইদ পলক  © সংগৃহীত

জুলাই আন্দোলনে রাজধানীর বনানী এলাকায় মো. শাহজাহান হত্যা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানো হয়েছে। বুধবার (৮ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদেকুর রহমানের আদালত পুলিশ আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।  

এদিন সকাল সাড়ে ৯টার দিকে কারাগার থেকে আসামিদের আদালতে হাজির করে পুলিশ। এসময় প্রত্যেকের মাথায় হেলমেট, বুকে বুলেটপ্রুফ জ্যাকেট পরানো হয় এবং ৫ তলায় এজলাসে ওঠানো হয়।

এ সময় এজলাসে উপস্থিত এক সাংবাদিক পলককে প্রশ্ন করেন, ‘সামনে তো নির্বাচন, আপনি কি অংশ নেবেন?’

এর উত্তরে পলক বলেন, ‘সব কিছুরই শেষ আছে।

পলকের আইনজীবী তরিকুল ইসলাম বলেন, পলক সাহেব তার মামলার বিষয়ে আলাপ করেছেন। সাবেক মন্ত্রী নূরুল মজিদের চিকিৎসার অভাবে মারা যাওয়া এবং দীপু মনির সঠিক ট্রিটমেন্ট না হওয়ার বিষয়ে কথা বলেন। তবে তিনি সুস্থ আছেন বলে জানিয়েছেন। তিনি বিচলিত নন, যেকোনো সময়ে যেকোনো বিষয় ফেস করার জন্য প্রস্তুত আছেন।  


সর্বশেষ সংবাদ