৪৭তম বিসিএস প্রিলি: বাংলা সাহিত্য ও ব্যাকরণ মডেল টেস্ট-০১

বিসিএস মডেল টেস্ট পরীক্ষা (প্রতীকী ছবি)
বিসিএস মডেল টেস্ট পরীক্ষা (প্রতীকী ছবি)  © টিডিসি সম্পাদিত

৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতির অংশ হিসেবে পরীক্ষার্থীদের সহায়তার জন্য বিষয়ভিত্তিক মডেল টেস্টের আয়োজন করেছে দ্য ডেইলি ক্যাম্পাস। প্রতিটি মডেল টেস্টে বিগত বছরের প্রশ্নের ধরন ও সম্ভাব্য গুরুত্বপূর্ণ টপিকগুলোকে প্রাধান্য দেওয়া হচ্ছে। ধারাবাহিক এ আয়োজনের প্রথম পর্বে বাংলা সাহিত্য ও ব্যাকরণ বিষয়ে মডেল টেস্ট প্রকাশ করা হলো:

১. বৈষম্যবিরোধী কোন সমাস?  

ক. তৎপুরুষ সমাস 
খ. দ্বন্দ্ব সমাস
গ. বহুব্রীহি সমাস
ঘ. দ্বিগু সমাস

২. চর্যাপদের সর্বোচ্চ পদ রচনা করেন কে? 

ক. কুক্কুরীপা
খ. সরহপা
গ. ভুসুকুপা 
ঘ. কাহ্নপা 

৩. ‘প্রদীপ নিবিয়া গেল’- এ বিখ্যাত বর্ণনা কোন উপন্যাসের?

ক. বঙ্কিমচন্দ্রের ‘বিষবৃক্ষ’
খ. রবীন্দ্রনাথের ‘চোখের বালি’
গ. বঙ্কিমচন্দ্রের ‘কপালকুণ্ডলা’
ঘ. রবীন্দ্রনাথের ‘যোগাযোগ’

৪. কেতকাদাস ক্ষেমানন্দ কোন ধারার কবি?

ক. কালিকামঙ্গল
খ. মনসামঙ্গল 
গ. অন্নদামঙ্গল
ঘ. ধর্মমঙ্গল

৫. মনসা দেবীকে নিয়ে লেখা বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কী?    
ক. পদ্মপুরাণ 
খ. পদ্মাবতী
গ. মনসামঙ্গল
ঘ. মনসাবিজয়

৬. ফোর্ট উইলিয়াম কলেজের শ্রেষ্ঠ পণ্ডিত কে?

ক. মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার 
খ. রামনারায়ণ তর্করত্ন
গ. রামকিশোর দত্ত
ঘ. চন্ডীচরণ মুনশি

৭. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
ক.  ক্রীতদাসের হাসি   
খ.  হাঙ্গর নদী গ্রেনেড 
গ. মাটি আর অশ্রু
ঘ. সারেং বৌ

৮. শাক্ত পদাবলির জন্য বিখ্যাত
ক. রামনিধি গুপ্ত
খ. দাশরথি রায়
গ. এন্টনি ফিরিঙ্গি
ঘ. রামপ্রসাদ সেন

৯. ‘আমরা বাংলাদেশী না বাঙালি’ গ্রন্থের লেখক কে?

ক. আলাউদ্দিন আল আজাদ
খ. আবদুল গাফ্‌ফার চৌধুরী
গ. এম আখতার মুকুল
ঘ. শামসুর রহমান

১০. বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কত?
ক. ৭ 
খ.  ৯
গ. ১১
ঘ. ১৩

১১. ‘কুসীদজীবী’ বলতে কাদের বুঝায়?

ক. চারণ কবি
খ. সাপুড়ে
গ. সুদখোর  
ঘ. কৃষিজীবী

১২. অনুকম্পা শব্দের ইংরেজি কোনটি?   
ক. Clemency ()
খ. Erudition
গ. Enthral
ঘ. Fathom

১৩. ‘অভাব’ অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি?

ক. অকাজ
খ. আবছায়া
গ. আলুনি 
ঘ. নিখুঁত

১৪. সবচেয়ে কম বয়সে কোন লেখক বাংলা একাডেমি পুরস্কার পান?
ক. শওকত আলী
খ. সেলিনা হোসেন
গ. সৈয়দ শামসুল হক 
ঘ. আখতারুজ্জামান ইলিয়াস

১৫.  বাংলা সাহিত্যে ‘কালকূট’ নামে পরিচিত কোন লেখক?
ক. সমরেশ মজুমদার 
খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
গ. মধুসূদন দত্ত
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর 

১৬. ‘সবকিছু নষ্টদের অধিকারে যাবে’ গ্রন্থটির রচয়িতা কে?

ক. সৈয়দ আলী আহসান
খ. হুমায়ুন আজাদ     
গ. সুকান্ত ভট্টাচার্য
ঘ. নির্মলেন্দু গুণ

১৭. বিরাম চিহ্ন ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়?

ক. ধ্বনিতত্ত্ব
খ. শব্দতত্ব
গ. অর্থতত্ত্ব
ঘ. বাক্যতত্ত্ব 

১৮. সমীভবনের উদাহরণ কোনটি?

ক. স্কুল >ইস্কুল
খ. কাঁদনা > কান্না 
গ. কবাট > কপাট
ঘ. লাল>নাল

১৯. অপিনিহিতির উদাহরণ কোনটি?

ক. আজি > আইজ
খ. ডেক্স> ডেস্ক
গ. অলাবু > লাবু > লাউ
ঘ. জন্য> জন্ম

২০. বাংলা ভাষায় প্রথম অভিধান সংকলন করেন কে?

ক. রামচন্দ্র বিদ্যাবাগীশ
খ. হরিচরণ দে
গ. রাজশেখর বসু
ঘ. অশোক মুখোপাধ্যায়

উত্তরমালা: ১. ক। ২. ঘ। ৩. গ। ৪. খ। ৫. ক। ৬. ক। ৭. খ। ৮. ঘ। ৯. খ। ১০. ক। ১১. গ। ১২.ক। ১৩.গ। ১৪. গ । ১৫. ক। ১৬.খ।১৭.ঘ। ১৮.খ। ১৯.ক। ২০.ক।


সর্বশেষ সংবাদ