পবিপ্রবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল ফিতর

০১ এপ্রিল ২০২৫, ১২:৫৩ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১২:০৬ PM

© টিডিসি ফটো

হিংসা-বিদ্বেষ পরিহারই হোক ঈদের শিক্ষা

ঈদুল ফিতর মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। এক মাসব্যাপী সংযম ও আত্মনিয়ন্ত্রণের পর ঈদ আমাদের জীবনে আনন্দ, খুশি ও প্রশান্তি বয়ে আনে। পবিত্র রমজান মাস আমাদের শেখায় কিভাবে আত্মসংযম বজায় রাখতে হয়, কিভাবে আমাদের আচরণ নিয়ন্ত্রণ করতে হয়। এ শিক্ষা শুধু ঈদের দিনেই নয়, বরং প্রতিদিনের জীবনে প্রতিফলিত হওয়া উচিত।

ঈদ আমাদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব ও সহযোগিতার বন্ধন দৃঢ় করে। তবে, ঈদের প্রকৃত শিক্ষা কেবল আনন্দ উদযাপনে সীমাবদ্ধ থাকা উচিত নয়; এটি হিংসা-বিদ্বেষ ভুলে একে অপরের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা প্রদর্শনেরও দিন। রমজান যেমন ধনী-গরিবের ব্যবধান ঘুচিয়ে দেয়, তেমনি ঈদের মাধ্যমে সাম্য ও মানবিকতার চর্চা আরও জোরদার হয়। অভাবী ও মেহনতি মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করাই প্রকৃত উৎসবের মূল বার্তা। ঈদ হোক শুধু আনন্দের নয়, বরং ভালোবাসা, দয়া ও শান্তির প্রতীক।


-মোঃ সাজ্জাদ ইয়াসির
ব্যবসায় প্রশাসন অনুষদ, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

 

ঈদ হোক মিলনমেলা, ঈদ হোক আনন্দ

ছাত্রজীবনের ঈদ মানেই এক অন্যরকম উচ্ছ্বাস। স্কুল-কলেজের ঈদের স্মৃতির সঙ্গে বিশ্ববিদ্যালয়ে কাটানো ঈদের অনুভূতি কিছুটা ভিন্ন। বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর শিক্ষার্থীদের বছরের বেশিরভাগ সময় পরিবার, বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনদের থেকে দূরে থাকতে হয়। ফলে ঈদ মানে শুধু উৎসব নয়, বরং দীর্ঘদিন পর প্রিয়জনদের কাছে ফেরার অনাবিল আনন্দ। ঈদ এলেই বাড়ি ফেরার জন্য শিক্ষার্থীদের মন ছটফট করে। ক্লাস, অ্যাসাইনমেন্ট, পরীক্ষা ও প্রেজেন্টেশনের চাপ থেকে মুক্তি মেলে কয়েক দিনের জন্য। এই সময়টায় তারা হলের একঘেয়ে খাবার ছেড়ে মায়ের হাতের রান্নার স্বাদ নেয়, বাবা-মায়ের স্নেহ ও ভালোবাসায় নিজেদের সঁপে দেয়। ঈদের আনন্দ হোক সবার জন্য সমানভাবে ভাগাভাগির।

-মোঃ ছফিউল্লাহ্
এএনএসভিএম অনুষদ, পবিপ্রবি।

 

উৎসবের আনন্দে মানবতা ও ভ্রাতৃত্বের মিলন

ঈদুল ফিতর শুধুই আনন্দের দিন নয়, এটি এক মাস সংযম সাধনার পর পারস্পরিক ভ্রাতৃত্ব ও মানবতার মিলনমেলা। রমজানের সিয়াম সাধনা মানুষকে আত্মসংযম, ধৈর্য ও সহমর্মিতার শিক্ষা দেয়। ঈদের দিন সকালেই নতুন পোশাক পরে নামাজ আদায় করা হয়, এরপর শুরু হয় শুভেচ্ছা বিনিময় ও আনন্দ উদযাপন। ধনী-গরিব নির্বিশেষে সবাই ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়। দান-সদকা ও জাকাতের মাধ্যমে দরিদ্রদের মুখেও হাসি ফোটানো হয়। মিষ্টিমুখ, পারিবারিক মিলনমেলা ও আনন্দ ভ্রমণের মধ্য দিয়ে ঈদের উৎসব সম্পন্ন হয়। সত্যিকার অর্থে, ঈদুল ফিতর শুধুই একটি উৎসব নয়; এটি পারস্পরিক ভ্রাতৃত্ব, মানবতা ও সহানুভূতির অনন্য শিক্ষা বহন করে।

-মোঃ মোফাসেরুল হক তন্ময়
ব্যবসায় প্রশাসন অনুষদ, পবিপ্রবি।

 

আত্মশুদ্ধির বার্তা নিয়ে ঈদুল ফিতর

ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য এক আনন্দঘন উৎসব, যা এক মাসের সংযম ও আত্মশুদ্ধির পর উদযাপিত হয়। রমজান মাসজুড়ে সিয়াম সাধনার মাধ্যমে আত্মসংযম, ধৈর্য ও নৈতিক উন্নতির যে চর্চা করা হয়, ঈদ তারই পূর্ণ প্রকাশ।

ঈদ কেবল আনন্দের উৎসব নয়; এটি আত্মশুদ্ধি, ত্যাগ ও সহমর্মিতার প্রতীক। ধনী-গরিব নির্বিশেষে সবাই এক কাতারে শামিল হয়ে পরস্পরের প্রতি ভালোবাসা ও সহানুভূতি প্রকাশ করে। ঈদের নামাজ, কোলাকুলি, মিষ্টিমুখ এবং একে অপরের খোঁজ-খবর নেওয়ার মাধ্যমে সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হয়। ঈদুল ফিতর শুধুমাত্র এক দিনের উৎসব নয়, এটি আত্মশুদ্ধি ও মানবতার জয়গান, যেখানে ব্যক্তি ও সমাজের কল্যাণের প্রতিফলন ঘটে।

-ফারহান সাদিক
এএনএসভিএম অনুষদ, পবিপ্রবি।

সজীব গ্রুপে চাকরি, কর্মস্থল ঢাকার ফার্মগেট
  • ১২ জানুয়ারি ২০২৬
সীমান্তে গুলি ছুড়ে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ
  • ১২ জানুয়ারি ২০২৬
ক্রিকেটের সঙ্গে আমাদের দেশের সম্মান জড়িয়ে আছে: মির্জা ফখরুল
  • ১২ জানুয়ারি ২০২৬
ভাইস ক্যাপ্টেনের বিশ্বকাপ দলে জায়গা হবে তো?
  • ১২ জানুয়ারি ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে রানার গ্রুপ, কর্মস্থল ঢাকা
  • ১২ জানুয়ারি ২০২৬
অর্থনৈতিক সমস্যা সমাধানের প্রতিশ্রুতি ইরান প্রেসিডেন্টের, ‘…
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9