পাবিপ্রবি’র ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক হলেন ড. রাশেদুল হক

ড. মো. রাশেদুল হক
ড. মো. রাশেদুল হক  © সংগৃহীত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা দপ্তরের নতুন পরিচালক হলেন সিভিল ইঞ্জিনিয়ারিং (পুরকৌশল) বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. রাশেদুল হক। আজ শনিবার (৫ অক্টোবর) তাকে এ পদে দায়িত্ব প্রদান করা হয়।

ড. রাশেদুল হক ১৯৯০ সালে পাবনা জিলা স্কুল থেকে এসএসসি এবং ১৯৯২ সালে পাবনার এডওয়ার্ড কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচএসসি পাশ করেন। তিনি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে বিএসসি করেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে এমএসসি ডিগ্রি লাভ করেন।

ড. রাশেদুল পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ২০১৩ সালে তিনি এই বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক এবং বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।

রাশেদুল হক বলেন,শিক্ষার্থীদের জন্য একটি শিক্ষার্থীবান্ধব পরিবেশ তৈরি করাই হবে আমার প্রধান লক্ষ্য। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, শিক্ষার্থীদের মঙ্গল এবং উন্নয়নের জন্য সক্রিয়ভাবে কাজ করা অপরিহার্য। এক্ষেত্রে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা একান্ত কাম্য।


সর্বশেষ সংবাদ