পরীক্ষা পেছানোর দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৭ আগস্ট ২০২৩, ০৩:১৮ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২০ AM
আগামী ১৭ আগস্ট অনুষ্ঠিত হবে এইচএসসি পরীক্ষা। এ তারিখ পেছনের দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।
সোমবার (৭ আগস্ট) দুপুর ১টা ২০ মিনিটে দিকে শাহবাগ থেকে মিছিল নিয়ে সায়েন্সল্যাব মোড়ে এসে জড়ো হয় এইচএসসি পরীক্ষার্থীরা। তাদের অবস্থানের ফলে রাস্তার দু’পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
এসময় শিক্ষার্থীরা তাদের চারটি দাবি তুলে ধরে। দবিগুলো হলো-
১. ৫০ মার্কের পরীক্ষা নিতে হবে।
২. পরীক্ষা দুই মাস পিছিয়ে দিতে হবে।
৩. ডেঙ্গু পরিস্থিতিতে পরীক্ষা নয়।
৪. পরীক্ষা থেকে আইসিটি সাবজেক্টটি বাদ দেওয়া।
এ মুহূর্তে চার দফা দাবি নিয়ে ঢাকা শিক্ষা বোর্ডের দিকে অগ্রসর হচ্ছে শিক্ষার্থীরা।