জোবাইদা রহমান কলেজে অধ্যক্ষ নিয়োগে জেষ্ঠ্যতা লঙ্ঘনের অভিযোগ

জোবাইদা রহমান মহিলা ডিগ্রী কলেজ
জোবাইদা রহমান মহিলা ডিগ্রী কলেজ  © টিডিসি ফটো

নেত্রকোনার মদনে নারী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার গ্রহণের একমাত্র বিদ্যাপীঠ জোবাইদা রহমান মহিলা ডিগ্রী কলেজ। ২০২৩ সালে জানুয়ারীর শেষ দিকে কলেজের অধ্যক্ষ পদত্যগ করায় পদটি শূন্য হয়। এরপর কলেজ কর্তৃপক্ষ ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ হাজী করনীকে দায়িত্ব দেয়। তাঁর চেয়ে সিনিয়র শিক্ষক কলেজে থাকার পরও তাদের দায়িত্ব না দেওয়ায় জেষ্ঠ্যতার লঙ্ঘন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

কলেজ গভর্নিং কমিটির সদস্য মো. শাহ আলম ও বীর মুক্তিযোদ্ধা মো. মতিউর রহমান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের মহা-পরিচালকসহ বিভিন্ন দপ্তরে এ সংক্রান্ত একটি অভিযোগ দায়ের করেন।

কলেজ সূত্রে জানা গেছে, কলেজের বর্তমান অধ্যক্ষ সহকারী অধ্যাপক মোহাম্মদ হাজী করনী ২০০৬ সালে জোবাইদা রহমান মহিলা ডিগ্রী কলেজে বাংলা বিভাগে প্রভাষক পদে যোগদান করেন। এর আগে ২০০৩ সালে ইতিহাস বিভাগে মুখলেছুর রহমান, অর্থনীতি বিভাগে মামুন হাসান ও পৌরনীতি বিভাগে নাছরিন সুলতানা কলেজে যোগদান করেন। জেষ্ঠ্যতার দিক থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাজী করনীর অবস্থান ৪র্থ।

আরও পড়ুন: সরকারি কলেজের অধ্যক্ষ পদে বদলির আবেদন শুরু ১৫ জুন

অভিযোগ সূত্রে জানা গেছে, বেসরকারি স্কুল ও কলেজ জনবল এমপিও নীতিমালা ২০২১ এর ১৩ নম্বর ধারার বিধি লঙ্ঘন করে জোবাইদা রহমান মহিলা ডিগ্রী কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ হাজী করনীকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়। কলেজের গভর্নিং বডির কয়েকজন সদস্য জেষ্ঠ্যতার ভিত্তিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ দেওয়ার পরামর্শ দেন। তাদের মতামত উপেক্ষা করে তাঁকে নিয়োগ প্রদান করা হয় বলে অভিযোগে বলা হয়েছে।

জেষ্ঠ্যতার ভিত্তিতে এক নম্বর থাকা ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মো. মুখলেছুর রহমানের বলেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে দায়িত্ব গ্রহণের জন্য গভর্নিংবডির সভাপতি বরাবর আবেদন করেছিলাম। জেষ্ঠ্যতা লঙঘন করে কর্তৃপক্ষ আমাকে দায়িত্ব না দিয়ে হাজী করনীকে নিয়োগ দিয়েছে।

অভিযোগের বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ হাজী করনী বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় নীতিমালা অনুযায়ী আমাকে দায়িত্ব দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। 

কলেজটির গভর্নিং বডির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আলম মিয়া বলেন, কলেজ কমিটির জেষ্ঠ্যতা লঙ্ঘন করে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগের অভিযোগের অনুলিপি পেয়েছি। পরিচালক মহোদয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলে সে মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। 

ময়মনসিংহ বিভাগের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক অধ্যাপক আজহারুল ইসলাম মুঠো ফোনে জানান, জুবাইদা রহমান মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগের জেষ্ঠ্যতার লঙ্ঘনের অভিযোগসহ প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে আরেকটি অভিযোগ পেয়েছি। সরেজমিন পরিদর্শন করে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


সর্বশেষ সংবাদ