বুটেক্সে একাত্তর সাংস্কৃতিক সংঘের আয়োজনে ‘শ্রেষ্ঠত্বের লড়াই ৩.০’ সম্পন্ন

১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৩ PM
’শ্রেষ্ঠত্বের লড়াই ৩.০’ অনুষ্ঠিত হল

’শ্রেষ্ঠত্বের লড়াই ৩.০’ অনুষ্ঠিত হল © ফাইল ফটো

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আন্তঃবিভাগীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ‘শ্রেষ্ঠত্বের লড়াই ৩.০’। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে সাংস্কৃতিক সংগঠন একাত্তর সাংস্কৃতিক সংঘ এর উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতা ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

অনুষ্ঠানে ছিল আন্তঃবিভাগীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা (নাচ, গান ও নাটক), পুরস্কার বিতরণী ও ফর্মাল সেশন, সৌজন্য সাংস্কৃতিক পরিবেশনা এবং ব্যান্ড কনসার্ট। প্রতিটি বিভাগ থেকে একটি করে দল অংশ নেয় এবং গান, নাচ ও নাটকের সমন্বয়ে মৌলিক পরিবেশনা উপস্থাপন করে। বিজয়ীদের জন্য নির্ধারিত ছিল ১০ হাজার টাকার প্রাইজ পুল।

প্রতিযোগিতায় টেক্সটাইল ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং বিভাগ চ্যাম্পিয়ন এবং এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন। বিচারক প্যানেলে দায়িত্ব পালন করেন সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শামীমা আক্তার রোজী, গণিত বিভাগের সহকারী অধ্যাপক মারজিয়া ইয়াসমিন, পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মো. কাওসারুল ইসলাম এবং পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. তনুশ্রী আরেফীন।

আরও পড়ুন: তুরাগ নদীতে ডুবে প্রাণ গেল স্কুলছাত্র সামিউলের

উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন বলেন, ‘একাত্তর সাংস্কৃতিক সংঘের এই আয়োজনে দায়িত্ব পালন করা সকল সদস্যকে শুভেচ্ছা জানাই। ভবিষ্যতেও এ ধরনের বড় সাংস্কৃতিক আয়োজনের জন্য প্রশাসনের পক্ষ থেকে সবধরনের সুযোগ-সুবিধা ও আর্থিক সহায়তা প্রদান করা হবে।’

একাত্তর সাংস্কৃতিক সংঘের সভাপতি হিমু চৌধুরী বলেন, ‘বিচারকরা অত্যন্ত সুন্দরভাবে ফলাফল ঘোষণা করেছেন। বিশেষ করে উপাচার্যের সার্বিক সহায়তা ছাড়া এই আয়োজন সম্ভব হতো না। এজন্য আমরা কৃতজ্ঞ।’

অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিজ্ঞতাও ছিল উচ্ছ্বাসমুখর। ডাইস অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী মাশরাফি বলেন, ‘এমন আয়োজন আমাদের সবার জন্য অনুপ্রেরণার। বিজয়ী বা রানারআপ হওয়ার চেয়ে বড় বিষয় হলো সবাই মিলে একটি স্মরণীয় সন্ধ্যা উপভোগ করা।’

সবশেষে ব্যান্ড কনসার্টে পরিবেশনা করে মেকানিক্স, আপেক্ষিক এবং এ কে রাহুল, যা শিক্ষার্থীদের উচ্ছ্বাসে ভরিয়ে তোলে।

অনুমোদন পেল মেরিটাইম ইউনিভার্সিটির ১৫৮ কোটি টাকার একাডেমিক …
  • ১২ জানুয়ারি ২০২৬
‘ইরানে চলমান বিক্ষোভে নিহত পাঁচ শতাধিক’
  • ১২ জানুয়ারি ২০২৬
১৯ দিনেও সন্ধান মেলেনি মাদ্রাসাছাত্র ফারহানের
  • ১২ জানুয়ারি ২০২৬
কুমিল্লা পলিটেকনিক শিবিরের নেতৃত্বে রিফাত-আসিফ
  • ১২ জানুয়ারি ২০২৬
ডুয়েটে শহীদ ওসমান হাদির নামে প্রস্তাবিত গবেষণা ভবনের নামকরণ
  • ১২ জানুয়ারি ২০২৬
কর্মজীবী মা ও সন্তানের আবেগঘন গল্পে নাটক ‘মা মনি’
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9