নেসকো রাজশাহী অফিস ঘেরাও করে রুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ © টিডিসি
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা নেসকো রাজশাহী অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছেন। ডিপ্লোমা গ্রাজুয়েট কর্তৃক রংপুর নেসকো অফিসে কর্মরত সহকারী প্রকৌশলী ও বুয়েটের সাবেক শিক্ষার্থী রোকনকে হত্যার হুমকি ও হেনস্তার প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়।
আজ মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে এ কর্মসূচি করেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, ‘দেশব্যাপী চলমান প্রকৌশলী অধিকার আন্দোলনের অংশ হিসেবে সোমবার (২৫ আগস্ট) রংপুর নেসকো অফিসে স্মারকলিপি দিতে যান প্রকৌশলীরা। এ সময় অফিসে কর্মরত বুয়েট থেকে পাস করা প্রকৌশলী রুকন স্মারকলিপি গ্রহণ করলে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা তাকে দীর্ঘ ৪০ মিনিট ধরে গালিগালাজ ও লাঞ্ছিত করেন। এমনকি তাকে জবাই করে হত্যার হুমকি দেওয়া হয়।’
যন্ত্রকৌশল ২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইউশা বলেন, ‘দীর্ঘদিন ধরে চলমান বৈষম্য নিরসনে এবং ৫আগস্ট-পরবর্তী স্বাধীন দেশে সাইবার বুলিং ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিরসনে আমরা পড়ার টেবিল থেকে রাজপথে আসতে বাধ্য হয়েছি। দেশকে রক্ষার এই আন্দোলন সফল না করে আমরা ঘরে ফিরব না।’
পুরকৌশল ২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রকি বলেন, ‘আমাদের আন্দোলনের অগ্রনায়ক লিপু ভাইকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। আমাদের বুয়েটের বড় ভাই প্রকৌশলী রোকনকে তার নিজ অফিসে দীর্ঘ ৪০ মিনিট হেনস্তা করে হত্যার হুমকি দিয়েছে ডিপ্লোমা সন্ত্রাসীরা। দেশের শীর্ষ মেধাবীদের অধিকার এবং নিরাপত্তা নিয়ে ইন্টেরিম সরকারের অবহেলা আমাদের হতাশ করেছে।আমাদের সামনে দাবি বাস্তবায়ন ছাড়া কোনো পথ খোলা নেই এবং প্রয়োজনে আমরা যমুনা পর্যন্ত যাব।’
ঘেরাও চলাকালে নেসকোর জেনারেল ম্যানেজার হারুন শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তিনি তদন্তসাপেক্ষে ২৪ ঘণ্টার মধ্যে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তবে আন্দোলনকারীরা ২৪ ঘণ্টার মধ্যে কঠোর ব্যবস্থা না নেয়া হলে ‘যমুনা ঘেরাও’-এর মতো বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেন।