এপিইউবির নবনির্বাচিত নির্বাহী কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানাল বিএসপিইউএ

বনানীর এপিইউবি অফিসে এপিইউবির নবনির্বাচিত নির্বাহী কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়
বনানীর এপিইউবি অফিসে এপিইউবির নবনির্বাচিত নির্বাহী কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়  © সংগৃহীত

বাংলাদেশ সোসাইটি ফর প্রাইভেট ইউনিভার্সিটি একাডেমিকসের (বিএসপিইউএ) নির্বাহী পরিষদ, সংগঠনের সভাপতি এবং ইস্টার্ন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. ফরিদ আহমদ সোবহানীর নেতৃত্বে বুধবার (৬ আগস্ট) বিকেলে বনানীর এপিইউবি অফিসে অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশের (এপিইউবি) নবনির্বাচিত নির্বাহী কমিটিকে ফুলেল শুভেচ্ছা প্রদান করে।

এই শুভেচ্ছা বিনিময় ছিল পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার প্রতীক, যার উদ্দেশ্য ছিল উভয় সংগঠনের মধ্যে সম্পর্ক জোরদার করা। শুভেচ্ছা প্রদান শেষে উভয় সংগঠনের মধ্যে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়, যেখানে বাংলাদেশের বেসরকারি উচ্চশিক্ষা খাতের উন্নয়নে পারস্পরিক অগ্রাধিকারমূলক বিষয় ও সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা হয়।

এপিইউবির পক্ষে সভায় উপস্থিত ছিলেন বেনজির আহমেদ (নর্থ সাউথ ইউনিভার্সিটি), ভাইস চেয়ারম্যান; ইশতিয়াক আবেদিন (আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ), সেক্রেটারি জেনারেল; মো. রেজাউল করিম (সাউথইস্ট ইউনিভার্সিটি), জয়েন্ট সেক্রেটারি জেনারেল; কাইয়ুম রেজা চৌধুরী (ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক), ট্রেজারার; লুৎফে এম. আইয়ুব (চিটাগং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি), নির্বাহী সদস্য; নওশাদ শামসুল আরেফিন (ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি), নির্বাহী সদস্য; আবুল কাশেম হায়দার (ইস্টার্ন ইউনিভার্সিটি), নির্বাহী সদস্য;‌ শাফায়েত কবির চৌধুরী (ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি), নির্বাহী সদস্য;‌ দিদার এ. হুসেইন (ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ), নির্বাহী সদস্য;‌ মো. আশরাফ আলী (প্রাইম ইউনিভার্সিটি), নির্বাহী সদস্য; ও হাফিজুর রহমান খান (বরেন্দ্র ইউনিভার্সিটি), নির্বাহী সদস্য।

বিএসপিইউএ'র পক্ষে সভায় অংশগ্রহণ করেন প্রফেসর ড. মো. মামুন হাবিব (ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ), ভাইস প্রেসিডেন্ট (গবেষণা ও উদ্ভাবন); প্রফেসর ড. জুলফিকার হাসান (সিটি ইউনিভার্সিটি), ট্রেজারার; প্রফেসর ড. এম. আর. কবির (ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি), অর্গানাইজিং সেক্রেটারি; ড. ফারহানা ফেরদৌসী (সাউথইস্ট ইউনিভার্সিটি), ট্রেনিং অ্যান্ড লার্নিং সেক্রেটারি; প্রফেসর ড. সারওয়ার মোর্শেদ (আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি), নির্বাহী সদস্য;
এবং ড. মোহাম্মদ আলী (আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ), নির্বাহী সদস্য।

আলোচনা শেষে উভয় সংগঠন দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় খাতের কল্যাণে নীতিনির্ধারণী সহায়তা, পারস্পরিক সহযোগিতা ও নিয়মিত সংলাপ অব্যাহত রাখার বিষয়ে একমত পোষণ করে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence