চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- চবি প্রতিনিধি
- প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ০৮:১৫ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ০২:৫১ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের লাবিবা লামিয়া তানহা নামে অর্থনীতি বিভাগের এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অ্যাকাডেমিক ফলাফল নিয়ে দুশ্চিন্তায় ছিলেন বলে জানান তারা সহপাঠীরা। আজ সোমবার (২৮ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের সামনের একটি ভাড়া বাসার চতুর্থ তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
জানা গেছে, ভাড়া বাসার জানালার সাথে ঝুলে থাকতে দেখা যায় লাবিবাকে। এসময় তার পা মাটিতে লেগেছিল বলে জানায় তাদের গৃহকর্মী। চবি শিক্ষার্থীর মৃত্যু নিয়ে ধোঁয়াশা ও রহস্য সৃষ্টি হয়েছে। তার মত্যুতে সামাজিক মাধ্যমে চলছে নানা আলোচনা-সমালোচনা।
লাবিবা আত্মহত্যা নয় বরং তাকে মেরে ফেলা হয়েছে বলে শিক্ষার্থীদের কেউ কেউ ফেসবুক পোস্টে অভিযোগ করছেন। তবে তদন্তের পর তার মৃত্যুর বিষয়ে জানানো হবে বলে জানায় সংশ্লিষ্ট থানা পুলিশ।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি সূত্রে জানা যায়, লাবিবা লামিয়া তার বাবা-মায়ের সাথে বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি স্কুলের সামনের একটি বাসায় ভাড়া থাকতেন। পড়াশোনার পাশাপাশি তিনি শাখা ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। প্রথম বর্ষের পরীক্ষায় ৬টি কোর্সে অকৃতকার্য হওয়ায় ড্রপ আউট হন তিনি। এ নিয়ে লামিয়া দুশ্চিন্তায় ছিলেন বলে জানিয়েছে তার একাধিক সহপাঠী।
প্রেমঘটিত কোনো বিষয় আছে কিনা জানতে চাইলে, তার সহপাঠীরা জানান, লামিয়ার প্রথম বর্ষে সম্পর্ক ছিল। এটা নিয়ে ঝামেলাও হয়েছিল, তবে এখন সেটা আর নেই। এটা সেসময় মিটমাট হয়ে গিয়েছিল।
এর আগে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে বাসার রুম পরিষ্কার করতে গিয়ে লাবিবা লামিয়াকে জানালার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান গৃহকর্মী। ভেতর থেকে দরজা বন্ধ ছিল। রুমের অতিরিক্ত চাবি দিয়ে রুমে প্রবেশ করে তার লাশ নামিয়ে নিচে রাখেন বাবা-মা।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেত্রী ছোট বোন লাবিবা লামিয়া আমাদের মাঝে আর নেই। কোনোভাবে বিশ্বাস করতে পারছি না! ছোট বোনের জন্য সবাই দোয়া করবেন। আমি তাকে যতটুকু জানি, সে আত্মহত্যা করার মত মেয়ে না। বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি অনুরোধ, দ্রুত সময়ের মধ্যে তার মৃত্যুর আসল রহস্য উদঘাটিত হোক।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর কোরবান আলী বলেন, আমরা জানার পরপরই পুলিশের সঙ্গে যোগাযোগ করি। পরবর্তীতে আমরাসহ মেডিক্যালের একজন ডাক্তার সেখানে গিয়ে দেখি, তার বাবা-মা লাশ নামিয়ে রেখেছে। এখন লাশ ময়নাতদন্তের জন্য পুলিশ নিয়ে গেছে। তদন্তের পর বিষয়টি আত্মহত্যার বাহিরে অন্য কোনো কারণ আছে কি-না জানা যাবে।