জবির তৃতীয় বর্ষের শিক্ষার্থী অনিরুদ্ধ দে বিপ্লব মারা গেছেন © সম্পাদিত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নৃ-বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী অনিরুদ্ধ দে বিপ্লব আর নেই। দীর্ঘদিন হৃদরোগে ভুগে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন তিনি। রোববার (২৫ মে) রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিপ্লব। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় ভাই রাজু অনির্বাণ।
জবি শিক্ষার্থী বিপ্লব ২০২১-২২ শিক্ষাবর্ষের (১৭তম ব্যাচ) শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি কক্সবাজার জেলার মহেশখালী উপজেলায়।
বিপ্লবের ভাই রাজু অনির্বাণ জানান, প্রায় ২৬ দিন ধরে বিপ্লব চট্টগ্রাম মেডিকেলে ভর্তি ছিলেন। ছয়-সাত বছর আগে থেকেই তার হৃদরোগ ছিল, যদিও দেশের বাইরে চিকিৎসা নিয়ে তিনি অনেকটাই সুস্থ হয়ে উঠেছিলেন। কিন্তু গত আগস্ট মাসে কিছু সহপাঠীর মানসিক নির্যাতনের শিকার হয়ে তিনি মাইল্ড স্ট্রোকে আক্রান্ত হন।
এর ফলে তার শরীরের একাংশ অবশ হয়ে যায় এবং হৃদরোগ ফেরে ফিরে আসে। এরপর থেকে তাকে ঢাকাসহ চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়, তবে শেষ রক্ষা হয়নি।
আরও পড়ুন: সাত কলেজের অন্তর্বর্তী প্রশাসনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে আজ
রাজু আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে যুক্ত থাকার সময় কিছু সহপাঠী রাজনৈতিক মতাদর্শের ভিন্নতার কারণে তার ভাইকে ক্রমাগত হুমকি ও মানসিক চাপ দিয়ে আসছিলেন। সরকার পরিবর্তনের পর এ পরিস্থিতি আরও খারাপ হয়। অথচ বিপ্লব কোনো অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন না, শুধুমাত্র ছাত্ররাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক হাবিবা সুলতানা বলেন, শিক্ষার্থীর পরিবার থেকে তাকে কিছু জানানো হয়নি। আমরা জেনেছি যে আমাদের একজন শিক্ষার্থী হার্টের সমস্যায় মারা গেছেন। যদি পরিবারের পক্ষ থেকে আগে জানানো হতো, অবশ্যই বিষয়টি গুরুত্বসহকারে দেখা হতো। ঈদের ছুটির পর বিভাগের পক্ষ থেকে অনিরুদ্ধ দে বিপ্লবের স্মরণে একটি স্মরণসভার আয়োজনের পরিকল্পনা রয়েছে।