বশেমুরপ্রবিতে সেমিনারে বক্তারা

প্রকৌশল শিক্ষা সমৃদ্ধ করতে প্রয়োজন সমন্বিত গবেষণা

বশেমুরবিপ্রবিতে ‘ইন্টারন্যাশনাল রিসার্চ কোলাবোরেশন অন ইঞ্জিনিয়ারিং’ শীর্ষক সেমিনারে অতিথিরা

বশেমুরবিপ্রবিতে ‘ইন্টারন্যাশনাল রিসার্চ কোলাবোরেশন অন ইঞ্জিনিয়ারিং’ শীর্ষক সেমিনারে অতিথিরা © টিডিসি ফটো

প্রকৌশল শিক্ষাকে সমৃদ্ধ করতে আন্তর্জাতিকভাবে সমন্বিত গবেষণা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। এজন্য সবাইকে একসাথে কাজ করার আহবান জানিয়েছেন তারা। গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ‘ইন্টারন্যাশনাল রিসার্চ কোলাবোরেশন অন ইঞ্জিনিয়ারিং’ শীর্ষক সেমিনারে বক্তারা একথা বলেন।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৩০৭নং কক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়। সেমিনার বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাপানের ওকায়ামা বিশ্ববিদ্যালয়ের ভাইস ডিন প্রফেসর কেঞ্জি সুরুকা। ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. বি.কে. বালার সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন।

সেমিনারে প্রফেসর কেঞ্জি সুরুকা বলেন, প্রকৌশল শিক্ষাকে সমৃদ্ধ করতে আন্তর্জাতিকভাবে সমন্বিত গবেষণার প্রয়োজন। এতে এ ধরণের শিক্ষাব্যবস্থা আরও এগিয়ে যাবে। এজন্য সবাইকে উদ্যোগী হওয়ার আহবান জানান তিনি।

এসময় প্রধান অতিথি প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন বিশ্ববিদ্যালয়ে আগমনের জন্য সেমিনার বক্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সেমিনার আয়োজনের জন্য ইঞ্জিনিয়ারিং অনুষদকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এ ধরনের সেমিনার আয়োজনের মাধ্যমে এ বিশ্বদ্যিালয়ের শিক্ষার্থীরা দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে উঠবে।

সেমিনারে বিশ্বদ্যিালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহন করেন।

দেশে পোঁছেছে ৫৫ হাজার পোস্টাল ব্যালট 
  • ২৯ জানুয়ারি ২০২৬
সংঘর্ষে জামায়াত নেতা নিহত, ঝিনাইগাতীতে থমথমে পরিস্থিতি
  • ২৯ জানুয়ারি ২০২৬
ইরানে হামলার হুমকি; ডলারের দরপতনে রেকর্ড দাম স্বর্ণের
  • ২৯ জানুয়ারি ২০২৬
নেতার ইগো ও ষড়যন্ত্রে চার দশক পর বিএনপি ছাড়লেন মাহাবুব মা…
  • ২৯ জানুয়ারি ২০২৬
জনবল নিয়োগ দেবে নগদ লিমিটেড, আবেদন শেষ ৫ ফেব্রুয়ারি
  • ২৯ জানুয়ারি ২০২৬
রোগী বহনকারী অ্যাম্বুলেন্স অপেক্ষমাণ রেখে ফেরি ছেড়ে দেওয়ার …
  • ২৯ জানুয়ারি ২০২৬