আজ বিশ্ব মশা দিবস, প্রথম কবে পালিত হয়?

২০ আগস্ট ২০২৫, ১২:৫৭ PM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩১ PM
মশা

মশা © টিডিসি ফটো

আজ মঙ্গলবার (২০ আগস্ট) বিশ্ব মশা দিবস। নোবেলজয়ী চিকিৎসক রোনাল্ড রস ১৮৯৭ সালের এ দিনে মশার মাধ্যমে ম্যালেরিয়া ছড়ানোর বিষয়টি আবিষ্কার করেছিলেন। তার এ আবিষ্কারকে স্মরণ করেই ১৯৩০ সাল থেকে প্রতিবছর বিশ্বজুড়ে দিবসটি পালিত হয়ে আসছে।

তবে চলতি বছর বাংলাদেশের দক্ষিণের জেলা বরগুনায় এ দিবসটি এসেছে ভীষণ উদ্বেগ নিয়ে। কারণ, বছরের শুরু থেকে বরগুনা জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছয় হাজারের কাছাকাছি পৌঁছেছে। এর মধ্যে প্রাণ হারিয়েছেন অন্তত ৪০ জন। আক্রান্ত হয়ে কেউ সন্তান হারিয়েছে, কেউ হারিয়েছে প্রিয়জনকে। রোগীর চাপ সামলাতে বরগুনা সদর হাসপাতালসহ জেলার স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলো পড়েছে চরম সংকটে।

বরগুনা সদর হাসপাতালের কনসালটেন্ট ডা. আশিকুর রহমান আশিক বলেন, ‘আমার এমনও দিন গেছে যেদিন আমি একাই ৩৫০ বারের কাছাকাছি রাউন্ড দিয়েছি। এটি একজন ডাক্তারের জন্য সত্যিই ওভার বার্ডেন।’

ডেঙ্গুর প্রকোপ বেড়ে গেলে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম জোরদার করলেও অন্য সময়ে উদ্যোগের ঘাটতি রয়েছে বলে অভিযোগ সচেতন মহলের। তারা মনে করেন, সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা ছাড়া ডেঙ্গুর স্থায়ী সমাধান সম্ভব নয়।

আরও পড়ুন: ডাকসুর ছাত্রদলের প্যানেলে আবিদ-হামিমসহ যারা আছেন

এদিকে স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসনের মতে, এডিস মশার বংশবিস্তার ঠেকানো এখনো একটি বড় চ্যালেঞ্জ। বরগুনা সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, ‘আইসিইউর জন্য আমাদের অবকাঠামো প্রস্তুত। প্রয়োজনীয় যন্ত্রপাতিও সরবরাহ করা হয়েছে। লোকবল মিললেই আমরা আইসিইউ চালু করতে পারবো। পাশাপাশি ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালটির শূন্য পদ পূরণের কাজ চলছে।’

বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম জানান, ‘আমাদের কাছে পর্যাপ্ত মশক নিধন স্প্রে কেনা আছে। নিয়মিত স্প্রে করা হবে। পানি যাতে কোথাও জমে না থাকে সেজন্যও ব্যবস্থা নেওয়া হচ্ছে। সুইস গেটে পানি জমে থাকার বিষয়ে পানি উন্নয়ন বোর্ডকে চিঠি দেওয়া হয়েছে।’

যদিও আগস্টে আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে, বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, সেপ্টেম্বর মাসে ডেঙ্গুর প্রকোপ আবারও বেড়ে যেতে পারে। তাই বিশ্ব মশা দিবসে ডেঙ্গুমুক্ত বরগুনা গড়ার প্রত্যয়ে জনসচেতনতা ও দীর্ঘমেয়াদি উদ্যোগ গ্রহণের তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা।

ইসির শোকজের জবাব দিলেন মামুনুল হক
  • ১৭ জানুয়ারি ২০২৬
অপসাংবাদিকতার শিকার হয়েছি: মামুনুল হক
  • ১৭ জানুয়ারি ২০২৬
গণতান্ত্রিক সরকার গঠনের সুযোগ হাতছাড়া হলে শহীদদের প্রতি জু…
  • ১৭ জানুয়ারি ২০২৬
শৈলকুপায় মাদ্রাসায় নাইটগার্ড নিয়োগ পরীক্ষা নিয়ে উত্তেজনা, আ…
  • ১৭ জানুয়ারি ২০২৬
চট্টগ্রামের জুলাইযোদ্ধা হাসনাত আব্দুল্লাহর ওপর সশস্ত্র হামলা
  • ১৭ জানুয়ারি ২০২৬
মনোনয়ন ফিরে পেলেন বিএনপির আরেক প্রার্থী
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9