হার্ট অ্যাটাকের ১২ ঘণ্টার মধ্যে আসলে বিনামূল্যে চিকিৎসা, যা জানাল হৃদরোগ ইনস্টিটিউট

প্রতীকী ছবি
প্রতীকী ছবি  © সংগৃহীত

হার্ট অ্যাটাকের পর জরুরি চিকিৎসা পেতে আর চিন্তা নয়। এখন থেকে প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে হার্ট অ্যাটাকের সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতি ‘প্রাইমারি পিসিআই’ সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে। সেই সঙ্গে প্রয়োজন অনুযায়ী সরকারি খরচে রিং বসানোর ব্যবস্থাও রাখা হয়েছে।

‘প্রাইমারি পিসিআই’ হলো হার্ট অ্যাটাকের (Acute STEMI) পর প্রথম ১২ ঘণ্টার মধ্যে রোগীকে ক্যাথ ল্যাবে নিয়ে ব্লক হয়ে যাওয়া রক্তনালী খুলে দেওয়ার চিকিৎসা পদ্ধতি, যেখানে সাধারণত স্টেন্ট বা রিং স্থাপন করা হয়। আগে এই চিকিৎসা বেসরকারি হাসপাতালে করাতে ২-৪ লাখ টাকা পর্যন্ত খরচ হতো। এখন জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে এটি সম্পূর্ণ বিনামূল্যে করানো যাবে।

এই উদ্যোগকে দক্ষিণ এশিয়ায় হৃদরোগ চিকিৎসায় একটি বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। 

আরও পড়ুন: অস্ত্রোপচার ছাড়াই স্তন ক্যান্সার চিকিৎসা: ঝুঁকি কতটা?

৩৯তম বিসিএসের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মারুফ রায়হান খান জানান, ‘আমরা অনেক সময় দেখি, মানুষ না জানার কারণে এই জরুরি আধুনিক চিকিৎসা থেকে বঞ্চিত হয়। কেউ মারা যান, কেউ চিরজীবনের জন্য জটিলতায় ভোগেন। তাই সবার জানা প্রয়োজন— হার্ট অ্যাটাকের ১২ ঘণ্টার মধ্যে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে এলে চিকিৎসা পাওয়া যাবে সম্পূর্ণ বিনামূল্যে।’

তিনি আরও বলেন, বাংলাদেশে এখন আন্তর্জাতিক মানের কার্ডিওলজি চিকিৎসা সেবা রয়েছে, যা ভারতের সঙ্গেও তুলনীয়।

ডা. মারুফ আহ্বান জানান, এই গুরুত্বপূর্ণ তথ্য যেন সবার কাছে পৌঁছে দেওয়া হয়, যাতে কেউ এই সুযোগ থেকে বঞ্চিত না হয়। তাঁর মতে, দেশের স্বাস্থ্যখাতের জন্য এটি একটি যুগান্তকারী পদক্ষেপ।


সর্বশেষ সংবাদ