ফের বাড়ছে করোনা, ৪ জনের নমুনা পরীক্ষায় ৩ জনের শনাক্ত

০৮ জুন ২০২৫, ০৯:০৬ PM , আপডেট: ১১ জুন ২০২৫, ০৩:৪৩ PM
গত ২৪ ঘণ্টায় দেশে চারজনের নমুনা পরীক্ষা করেই তিনজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত

গত ২৪ ঘণ্টায় দেশে চারজনের নমুনা পরীক্ষা করেই তিনজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত © সংগৃহীত

দেশে করোনা ভাইরাস  আবারও নতুন করে আতঙ্ক ছড়াতে শুরু করেছে।প্রতিবেশী দেশ ভারতে সংক্রমণ বাড়ার পর এর প্রভাব বাংলাদেশেও দেখা দিচ্ছে।

সর্বশেষ গত ২৪ ঘণ্টায় দেশে চারজনের নমুনা পরীক্ষা করেই তিনজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৭৫ শতাংশ।

আজ রোববার (৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত করোনা আপডেটে এই তথ্য জানানো হয়েছে।

শনাক্ত তিনজনই রাজধানী ঢাকার বাসিন্দা। তবে এ সময়ে করোনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

এর আগেই দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে গত বৃহস্পতিবার দেশে করোনায় একজনের মৃত্যু হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এখন পর্যন্ত দেশে মোট ১ কোটি ৫৭ লাখ ২৬ হাজার ২৩৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ২০ লাখ ১৯ হাজার ৩৬৩ জন। প্রাণঘাতী এ ভাইরাসে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৫০০ জনে।

সংক্রমণের ঊর্ধ্বগতি বিবেচনায় জনসচেতনতা বাড়াতে রেলপথ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় যৌথভাবে নির্দেশনা দিয়েছে, জনসমাগমপূর্ণ এলাকায় সবাইকে মাস্ক পরিধান করতে হবে। বিশেষ করে বয়স্ক ও অসুস্থদের এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে এমন জায়গা, যেখানে সংক্রমণের ঝুঁকি বেশি।

রেল মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদ পরবর্তী সময়ে ট্রেন যাত্রা ও স্টেশন চত্বরে যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলা অত্যন্ত জরুরি। মাস্ক পরা বাধ্যতামূলক না হলেও তা এখন অতীব প্রয়োজনীয়।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের শরীরে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর, ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট ছিল সবচেয়ে ভয়াবহ দিন, ওই দু’দিনে করোনায় মারা গিয়েছিলেন সর্বোচ্চ ২৬৪ জন করে।

ফেনী-১ আসনে খালেদা জিয়ার ‘বিকল্প’ প্রার্থী রফিকুল আলম মজনু
  • ০১ জানুয়ারি ২০২৬
নজরুল ইসলাম খানকে চেয়ারম্যান করে নির্বাচন পরিচালনায় বিএনপির…
  • ০১ জানুয়ারি ২০২৬
উপহার হিসেবে ৩০ ভরি সোনা পেয়েছেন রাশেদ খাঁন, স্ত্রী আরও ১০ …
  • ০১ জানুয়ারি ২০২৬
সরকারি চাকরিজীবীদের সন্তানদের শিক্ষাবৃত্তির আবেদন শুরু
  • ০১ জানুয়ারি ২০২৬
আইন পরামর্শক এইচএসসি পড়ুয়া ছেলে, চাকরি করেন সপ্তম শ্রেণির ম…
  • ০১ জানুয়ারি ২০২৬
মডেল মেঘনা আলমের পেশা রাজনৈতিক প্রশিক্ষক!
  • ০১ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!