রানা ইকোপার্কে ন্যাশনাল ডক্টরস ফোরামের বর্ণাঢ্য ‘ডক্টরস ফ্যামিলি ডে’ অনুষ্ঠিত
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ১০:৫২ PM , আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৫, ১০:৫৫ PM
পাবনার রানা ইকোপার্কে বর্ণ্যাঢ্য আয়োজনে ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) ‘ডক্টরস ফ্যামিলি ডে’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) পাবনার রানা ইকোপার্কে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এনডিএফ’র উদ্যোগে ‘ডক্টরস ফ্যামিলি ডে’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চিকিৎসক ও তাদের পরিবারের সদস্যরা। দিনব্যাপী এ আয়োজনটি উৎসবমুখর ও প্রাণবন্ত করতে করা হয় নানা আয়োজন।
এদিন সকাল থেকেই বিভিন্ন সরকারি, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে কর্মরত চিকিৎসকরা তাদের পরিবারসহ ইকোপার্কে সমবেত হতে থাকেন। ব্যস্ত পেশাগত জীবনের বাইরে একদিনের জন্য প্রকৃতির সান্নিধ্যে পরিবারকে সময় দেওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত ছিলেন অংশগ্রহণকারীরা।
শিশু-কিশোরদের কোলাহলে মুখর ছিল ইকোপার্ক। ‘ডক্টরস ফ্যামিলি ডে’ উপলক্ষে শিশুদের জন্য আলাদা ক্রীড়া ও বিনোদনমূলক প্রতিযোগিতার আয়োজন করা হয়। দৌড় প্রতিযোগিতা, বালিশ খেলা, চকলেট দৌড়সহ নানা আয়োজনে চিকিৎসকদের সন্তানরা আনন্দে মেতে ওঠে। শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও হাসিতে পুরো অনুষ্ঠানস্থল হয়ে ওঠে আরও প্রাণবন্ত।
চিকিৎসক ও দম্পতিদের জন্য নানা নানা ইভেন্টের আয়োজন করা হয়। শুধু শিশুদের নয়, চিকিৎসক ও তাঁদের জীবনসঙ্গীদের জন্যও ছিল আলাদা আলাদা খেলার আয়োজন। দম্পতিদের জন্য সমন্বয়মূলক খেলা এবং দলগত ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেন চিকিৎসকরা। এসব খেলায় অংশগ্রহণের মাধ্যমে চিকিৎসকদের মধ্যকার সৌহার্দ্য, বন্ধুত্ব ও পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হয়।
এদিন বিকেলের পর্বে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতার মধ্য দিয়ে। শিশুদের আবৃত্তি, গান পরিবেশনার পাশাপাশি চিকিৎসক ও তাঁদের পরিবারের সদস্যরাও অংশ নেন বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায়। পরে র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ করা হয়। এতে চিকিৎসক পরিবারগুলোর মাঝে বিভিন্ন আকর্ষণীয় উপহার বিতরণ করা হয়। খেলাধুলা ও প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ন্যাশনাল ডক্টরস ফোরামের নেতরারা।
এনডিএফের পাবনা জেলা শাখার সভাপতি ডা. মাসুদ রানা সরকারের সভাপতিত্বে ও সেক্রেটারি ডা. এ এস এম কুতুব উদ্দিন আউয়ালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা পৌর জামায়াতের আমির উপাধ্যক্ষ আব্দুল লতিফ, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. রফিকুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পেশাজীবি ফোরামের সভাপতি মো. মাহবুবুল আলম। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এনডিএফের সহ-সভাপতি ডা. মো. আব্দুস সালাম, সহ-সভাপতি ডা. মো ইব্রাহিম হোসেন, সংগঠনটির উপদেষ্টা ডা. মো. আব্দুস সাত্তার, উপদেষ্টা ড. হালিমা, সাংগঠনিক সম্পাদক ডা. মো. নাজমুল হক, প্রচার সম্পাদক ডাঃ মোঃ জহির উদ্দিন খান, অর্থ সম্পাদক ডা. মো. আসাদুজ্জামান প্রমুখ।
অনুষ্ঠানে এনডিএফের সেক্রেটারি ডাক্তার কুতুবুল আউয়াল জানান, এ ধরনের সামাজিক ও পারিবারিক উদ্যোগ চিকিৎসকদের কর্মস্পৃহা বাড়াতে সহায়ক ভূমিকা রাখে। ভবিষ্যতেও ন্যাশনাল ডক্টরস ফোরামের পক্ষ থেকে নিয়মিত এমন আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে এনডিএফের সভাপতি ডাক্তার মাসুদ রানা সরকার জানান, চিকিৎসকরা প্রতিনিয়ত মানুষের সেবায় নিয়োজিত থাকেন। ফলে পরিবারকে সময় দেওয়া অনেক সময় সম্ভব হয় না। ‘ডক্টরস ফ্যামিলি ডে’র মাধ্যমে চিকিৎসকদের মানসিক প্রশান্তি নিশ্চিত করা, পরিবারগুলোর মধ্যে বন্ধন সুদৃঢ় করা এবং সহকর্মীদের মধ্যে সৌহার্দ্য ও ঐক্য গড়ে তোলাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।