জর্জিয়ায় টিকা নেওয়া স্কুলের কর্মীদের ১ হাজার ডলার বোনাস দেয়া হবে

০৪ আগস্ট ২০২১, ০১:২৫ PM
করোনা টিকা

করোনা টিকা © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য জর্জিয়ার একটি কাউন্টির স্কুলগুলো মহামারী থেকে সুরক্ষার জন্য কোভিড-১৯ টিকা গ্রহণকারী তাদের কর্মীদেরকে এক হাজার ডলার বোনাস দিবে।

আটলান্টা নগরীরর দক্ষিণ-পূর্বে অবস্থিত হেনরি কাউন্টি স্কুল তাদের প্রায় ছয় হাজার কর্মচারীকে এক হাজার ডলার করে প্রদান করবে যারা টিকা নিয়েছে বা ৩০ সেপ্টেম্বরের মধ্যে জনসন অ্যান্ড জনসন ভ্যাকসিনের এক ডোজ অথবা ফাইজার বা মডার্নার উভয় ডোজ টিকা নিবে। খবর এএফপির।   

শিক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে করোনাভাইরাস প্রতিরোধে ফেডারেল কর্মসূচি থেকে এই টিকার অর্থ আসবে।

কাউন্টির কর্মকর্তারা বলেন, এই প্রণোদনার মাধ্যমে তারা বিশ্বব্যাপী মহামারীর কারণে স্কুলগুলোতে দুই শিক্ষাবছর ধরে জনশিক্ষায় যে বিঘ্ন ঘটেছে তা কাটিয়ে ওঠার আশা করছেন।

সুপারিনটেন্ডেন্ট মেরি এলিজাবেথ ডেভিস এক বিবৃতিতে বলেন, গত বছর আমাদের শিক্ষার্থী এবং কর্মীদের জন্য অন্য রকম চ্যালেঞ্জ ছিল। আমাদের ক্যাম্পাসে কোভিড-১৯ এর উপস্থিতির আশঙ্কার সাথে প্রতিনিয়ত সমন্বয় ঘটাতে হয়েছে।

সরকারি পরিসংখ্যান অনুসারে, ১২ বছরের বেশি বয়সী মার্কিন জনসংখ্যার মাত্র ৬০ শতাংশ পুরোপুরি টিকাগ্রহণ করেছে।

ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)-এর তথ্য অনুযায়ী, হেনরি কাউন্টিতে গত সাত দিনে ৪০ শতাংশ সংক্রমণ বেড়েছে। 

৭ম গণবিজ্ঞপ্তির সুপারিশ নিয়ে মন্ত্রণালয়-এনটিআরসিএ সভা মঙ্গল…
  • ২৫ জানুয়ারি ২০২৬
মনোনয়ন ফিরে পেলেন বিএনপির এক বিদ্রোহী প্রার্থী
  • ২৫ জানুয়ারি ২০২৬
সুপারিশের দেড় মাস পরই কার্যকর হয়েছিল ৮ম পে স্কেল, এবারের বা…
  • ২৫ জানুয়ারি ২০২৬
৭ম গণবিজ্ঞপ্তির সুপারিশের নতুন সময় জানালেন এনটিআরসিএ চেয়ারম…
  • ২৫ জানুয়ারি ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে মেঘনা গ্রুপ, আবেদন শেষ ৩১ জানুয়ারি
  • ২৫ জানুয়ারি ২০২৬
ছাত্রদলের বিরুদ্ধে ‘মব মিছিল’, প্রতিবাদে ‘কমল একাডেমিয়া’ চা…
  • ২৫ জানুয়ারি ২০২৬