এনআইডি ছাড়া টিকা নেবেন যেভাবে

৩০ জুলাই ২০২১, ০৯:৩৯ PM
করোনাভাইরাসের টিকা

করোনাভাইরাসের টিকা © ফাইল ফটো

করোনাভাইরাস থেকে সুরক্ষা পেতে আগামী ৮ আগস্ট থেকে ১৮ বছর বয়সীরাও টিকার জন্য নিবন্ধন করতে পারবেন। যাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নেই তারাও পাবেন করোনার টিকা। আর টিকা নেওয়ার পরই তাদের এনআইডি দেওয়ার সুপারিশ করা হবে।  

আজ শুক্রবার (৩০ জুলাই) গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, বৃহস্পতিবার (২৯ জুলাই) ক্যাবিনেটের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমে ২৫ বছর বয়সীদের টিকা নেওয়ার সিদ্ধান্ত হয়। এরপরই ১৮ বছর বয়সীরা টিকা নিতে নিবন্ধন করতে পারবেন এমন সিদ্ধান্ত হয়।

টিকা নিতে নিবন্ধনের পদ্ধতি সম্পর্কে পলক বলেন, ১৮ বছর বা তার বেশি বয়সী ব্যক্তিরা জাতীয় পরিচয় পত্র নম্বর দিয়ে সুরক্ষা প্ল্যাটফর্ম থেকে নিবন্ধন নিতে পারবেন, ৮ আগস্ট থেকে। যাদের জাতীয় পরিচয় পত্র নেই তারাও সরাসরি টিকা কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবেন। তবে এর জন্য সংশ্লিষ্ট এলাকার মেয়র, উপজেলা পরিষদ অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের প্রত্যয়নপত্র লাগবে। ওই এলাকার জনপ্রতিনিধির প্রত্যয়নপত্র প্রয়োজন হবে। এখন থেকে ১৮ বছর বয়স হলেই টিকার জন্য নিবন্ধন করা যাবে।

তিনি আরও বলেন, যাদের এখন জাতীয় পরিচয়পত্র নেই তারা টিকা নেওয়ার পর তাদের জাতীয় পরিচয়পত্র দেওয়ার সুপারিশ করা হবে।

কুবি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু কাল
  • ২৪ জানুয়ারি ২০২৬
বিএনপির আরেক বিদ্রোহী প্রার্থী বহিষ্কার, দলে ফিরল দুজন
  • ২৪ জানুয়ারি ২০২৬
ধর্ম ও বিকাশ দিয়ে ভোট কেনা আচরণবিধির লঙ্ঘন নয়—প্রশ্ন রিজভ…
  • ২৪ জানুয়ারি ২০২৬
‘সাম্রাজ্যবাদী’ এজেন্ডা: ট্রাম্পের গাজা উন্নয়ন পরিকল্পনা আস…
  • ২৪ জানুয়ারি ২০২৬
জুলাই আন্দোলনে হামলার মামলায় কক্সবাজারে ইউপি চেয়ারম্যান গ্র…
  • ২৪ জানুয়ারি ২০২৬
প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠকে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্…
  • ২৪ জানুয়ারি ২০২৬