করোনায় চমেকের সাবেক সহযোগী অধ্যাপক ডা. এসএম মোস্তফা কামালের মৃত্যু

১৪ জুলাই ২০২১, ১২:৩৩ PM
 ডা. এসএম মোস্তফা কামাল

ডা. এসএম মোস্তফা কামাল © ফাইল ছবি

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামের চিকিৎসক ডা. এসএম মোস্তফা কামাল রাজধানী ঢাকার এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ডা. এসএম মোস্তফা কামাল (৬৭) চট্টগ্রাম মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক ছিলেন। গতকাল রাত সাড়ে ৯টার দিকে ঢাকার এক হাসপাতালে তিনি মারা যান।’

বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরী জানান, ডা. এসএম মোস্তফা কামাল চট্টগ্রাম মেডিকেল কলেজের এমবিবিএস ১৬তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

‘এর আগে ডা. এসএম মোস্তফা কামাল অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার দুই ডোজ করোনার টিকা নিয়েছিলেন। প্রায় এক মাস আগে তার করোনা শনাক্ত হয়েছিল। এরপর তিনি চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন’, যোগ করেন তিনি।

ডা. ফয়সাল ইকবাল চৌধুরী আরও বলেন, ‘পরিস্থিতির অবনতি হলে তাকে ঢাকার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল এবং সেখানেই তিনি মারা গেছেন।’

ডা. এসএম মোস্তফা কামালকে নিয়ে করোনায় চট্টগ্রামে এ পর্যন্ত ২৫ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে।

ট্যাগ: করোনা
১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাব্য সময় জানালেন এনটি…
  • ২৫ জানুয়ারি ২০২৬
মহিলা জামায়াত কর্মীদের হিজাব খুলতে চাওয়ায় লালমনিরহাটে সংঘর্…
  • ২৫ জানুয়ারি ২০২৬
কনকসাস বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন দ্য ডেইলি ক্যাম্পাস…
  • ২৫ জানুয়ারি ২০২৬
বিশ্বব্যাংকে ইন্টার্নশিপের সুযোগ, আবেদন শেষ ১৭ ফেব্রুয়ারি
  • ২৫ জানুয়ারি ২০২৬
তিন জেলার প্রাথমিক শিক্ষক নিয়োগের ভাইভার সময়সূচি প্রকাশ
  • ২৫ জানুয়ারি ২০২৬
‘গণভোট দেশের রাজনীতির গতিধারা পাল্টে দেবে’
  • ২৫ জানুয়ারি ২০২৬