করোনায় চমেকের সাবেক সহযোগী অধ্যাপক ডা. এসএম মোস্তফা কামালের মৃত্যু
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৪ জুলাই ২০২১, ১২:৩৩ PM , আপডেট: ১৪ জুলাই ২০২১, ১২:৩৩ PM
করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামের চিকিৎসক ডা. এসএম মোস্তফা কামাল রাজধানী ঢাকার এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ডা. এসএম মোস্তফা কামাল (৬৭) চট্টগ্রাম মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক ছিলেন। গতকাল রাত সাড়ে ৯টার দিকে ঢাকার এক হাসপাতালে তিনি মারা যান।’
বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরী জানান, ডা. এসএম মোস্তফা কামাল চট্টগ্রাম মেডিকেল কলেজের এমবিবিএস ১৬তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
‘এর আগে ডা. এসএম মোস্তফা কামাল অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার দুই ডোজ করোনার টিকা নিয়েছিলেন। প্রায় এক মাস আগে তার করোনা শনাক্ত হয়েছিল। এরপর তিনি চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন’, যোগ করেন তিনি।
ডা. ফয়সাল ইকবাল চৌধুরী আরও বলেন, ‘পরিস্থিতির অবনতি হলে তাকে ঢাকার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল এবং সেখানেই তিনি মারা গেছেন।’
ডা. এসএম মোস্তফা কামালকে নিয়ে করোনায় চট্টগ্রামে এ পর্যন্ত ২৫ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে।