লাকসামে বিনামূল্যে অক্সিজেন সেবা দিচ্ছে ভিক্টোরি অব হিউম্যানিটি অর্গানাইজেশন

ভিক্টোরি অব হিউম্যানিটি অর্গানাইজেশন
ভিক্টোরি অব হিউম্যানিটি অর্গানাইজেশন  © ফাইল ছবি

সারাদেশে করোনা আক্রান্ত সংখ্যা বাড়ার সাথে সাথে কুমিল্লা জেলায়ও আক্রান্তের সংখ্যা প্রতিদিন আশাঙ্কাজনক হারে বেড়ে চলছে। এ সময় কুমিল্লার লাকসাম উপজেলা ও পাশ্ববর্তী এলাকাসমূহের করোনা আক্রান্ত মুমূর্ষু রোগীর জরুরি অক্সিজেনের সংকটে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিবে কুমিল্লা জেলার জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন ভিক্টোরি অব হিউম্যানিটি অর্গানাইজেশন।

আজ সকালে ৩টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে সংগঠনের সভাপতি মোঃ ফয়সাল হোসেন বাপ্পির সার্বিক তত্ত্বাবধানে ভিক্টোরি অক্সিজেন সার্পোট নামক কর্মসূচির হটলাইন যাত্রা করে। দিন রাত ২৪ঘন্টা জরুরি অক্সিজেনের প্রয়োজনে মানুষের বাড়িতে পৌঁছে যেতে সংগঠনের নির্বাহী সদস্য রাফি মাহমুদের নেতৃত্ব একটি বিশেষ টিম গঠন করা হয়। টিমের অন্য সদস্যরা হলো সাইফুল ইসলাম সুজন, মামুন হোসেন, জোবারের আহমেদ, ওমর ফারুক। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক জহিরুল কাইয়ূম, কোষাধ্যক্ষ মুজাহিদুল ইসলাম, প্রচার সম্পাদক মাইনুল ইসলাম, নির্বাহী সদস্য আরাফাত ওমর, সদস্য ফাহিম হোসেন রাসেল।

টিম লিডার রাফি মাহমুদ বলেন, আমরা লাকসাম বা আশপাশের এলাকার যে কারো জরুরি অক্সিজেনের প্রয়োজন হলে হটলাইনে কল দিলে আমরা তাৎক্ষণিক সিলিন্ডার দিয়ে আসব।

সংগঠনের সভাপতি মোঃ ফয়সাল হোসেন বাপ্পি বলেন কোভিডের ১ম থেকে ভিক্টোরি অব হিউম্যানিটি অর্গানাইজেশন মাস্ক বিতরণ, সামাজিক সুরক্ষারেখা অঙ্কন, সাবান বিতরণ, জীবাণুনাশক স্প্রে, খাদ্য সহায়তা প্রদান সহ বিভিন্ন কর্মসূচি পরিচালনা করেছে, যার অংশ হিসেবে এ অক্সিজেন সেবা। মানুষের কল্যাণে এ সংগঠন সবসময় কাজ করবে।


সর্বশেষ সংবাদ