কোথায় দুর্নীতি হয়েছে, সুনির্দিষ্ট করে বলতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

৩০ জুন ২০২১, ০৬:৫০ PM
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক © ফাইল ছবি

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, গত একবছর তো কেউ বাইরে চিকিৎসা নিতে যেতে পারেননি। দেশেই তো চিকিৎসা নিচ্ছেন। আমাদের দেশে চিকিৎসা হচ্ছে বলেই তো সুস্থ আছেন, ভালো আছেন। শুধু ঢালাওভাবে দুর্নীতির কথা বললে হবে না। কোথায় দুর্নীতি হয়েছে সুনির্দিষ্ট করে বলতে হবে।

আজ বুধবার (৩০ জুন) সংসদে নতুন অর্থবছরের বাজেট পাসকালে বিরোধী দলের সদস্যদের ছাঁটাই প্রস্তাবের বক্তব্যের জবাবে একথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সব এমপিরা তো হাসপাতালের চেয়ারম্যান। উন্নয়ন কমিটির সঙ্গে আমরা জড়িত। আপনারা প্রত্যেকে দায়িত্বে আছেন। এই বিষয়গুলো আপনাদেরই দেখার কথা। মেশিন চলে না। লোক লাগবে। এগুলো তো আপনাদের দেখতে হবে।

তিনি বলেন, কিন্তু আপনারা তো সেটা দেখেন না। নার্স, ডাক্তার বা যন্ত্রপাতি লাগলে তো আপনাদের বলতে হবে। শুধু অভিযোগ দিলে তো হবে না। যা যা প্রয়োজন আছে, তার ব্যবস্থা করা হবে। কিন্তু চেয়ারম্যান হিসেবে এগুলো দেখার দায়িত্ব আপনাদের ওপর বর্তায়।

মন্ত্রী বলেন, সব লকডাউন আপনারা কেউ তো বাইরে যেতে পারেননি। সেবা কোথায় নিচ্ছেন? সব বাংলাদেশের হাসপাতালেই সেবা নিচ্ছেন। যেতে তো পারছেন না কোথাও। হাসপাতাল সে সেবা দিতে পারে বিধায় আপনারা সেবা নিচ্ছেন। ভালো আছেন।

করোনায় মোকাবিলায় সরকারের কার্যক্রম তুলে ধরে মন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্যসেবার সব স্বাভাবিক কাজের পাশাপাশি করোনার চিকিৎসা চলছে। প্রায় এক কোটি লোককে আমরা ভ্যাকসিন দিয়েছি। সেখানে প্রায় তিন হাজার কোটি টাকার কাজ হয়েছে। কভিড-১৯ টেস্ট আমরা প্রায় ৫০ লাখ মানুষের করেছি। এসব কাজ আমরা করেছি বিনামূল্যেই।

মেডিকেল-ডেন্টাল ভর্তি: প্রথম মাইগ্রেশনে সুযোগ পেলেন ১০২ শিক…
  • ২৫ জানুয়ারি ২০২৬
রাবির সাংবাদিকতা বিভাগে প্রথিতযশা দুই সাংবাদিকের নামে শিক্ষ…
  • ২৫ জানুয়ারি ২০২৬
জামায়াত-ছাত্রী সংস্থার নারী কর্মীরা ভোট চাইতে গেলে পুলিশ ডে…
  • ২৫ জানুয়ারি ২০২৬
ডাকসু নিয়ে মন্তব্য, দুঃখ প্রকাশ করে যা বললেন সেই জামায়াত নে…
  • ২৫ জানুয়ারি ২০২৬
নির্বাচন কমিশনকে নিরপেক্ষতা ও স্বচ্ছ ভোট গণনা নিশ্চিত করতে …
  • ২৫ জানুয়ারি ২০২৬
সরকারি হচ্ছে আরও একটি স্কুল
  • ২৫ জানুয়ারি ২০২৬