মায়ের অক্সিজেন পাওয়া সেই শিশু ভালো আছে

মুখে অক্সিজেন দিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে শিশু হাফসাকে
মুখে অক্সিজেন দিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে শিশু হাফসাকে  © সংগৃহীত

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে মৃত্যুর মিছিল ক্রমেই দীর্ঘ হচ্ছে। তবে মায়ের ভালোবাসায় আলোচিত শিশু হাফসার সুস্থ হয়ে ওঠাটা স্বস্তির খবর হয়ে এসেছে। গত শনিবার দুপুরে রিকশায় কোলের সন্তানকে মুখে বাতাসের মাধ্যমে কৃত্রিমভাবে শ্বাস-প্রশ্বাস দিতে দিতে হাসপাতালে নিয়ে আসেন মা। এমন ছবি ফেসবুকে ভাইরাল হয়।

রিকশার সিটের পাশে বসে সন্তানের বাবা সজলও জোরে ডাকছে মা মা বলে। শিশুটি যেন ঘুমিয়ে না যায়। মা সন্তানকে বাঁচানোর জন্য অক্সিজেন দেয়ার প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। অনেকের জানার আগ্রহ ছিলন, শিশু হাফসা কেমন আছে? জানা গেল ২৩ দিন বয়সী হাফসা এখনো বেঁচে আছে। মায়ের লড়াই আর চিকিৎসকদের চেষ্টায় শিশুটি এখন সুস্থ।

চিকিৎসকেরা জানান, গত শনিবার হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হয় হাফসার। একপর্যায়ে নিথর হয়ে পড়ে। মা রেশমা বুঝতে পেরে কৃত্রিমভাবে শ্বাস দিতে দিতে নিয়ে আসেন হাসপাতালে। ২৪ নম্বর ওয়ার্ডে শুরু হয় চিকিৎসা। মায়ের চেষ্টা আর চিকিৎসক-নার্সদের উদ্যোগে জীবন ফিরে পায় শিশুটি। হাফসা রাজশাহীর বোয়ালিয়া পাড়া এলাকার রেশমা-সজল দম্পতির কন্যা সন্তান।

হাসপাতালের পরিচালক সাবেক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানি জানান, প্রথমে ঘটনাটি জানতেন না তিনি। গত সোমবার জানার পর খোঁজ নিয়ে জেনেছেন, শিশুটিকে অক্সিজেন দিতে পারায় রেসপন্স করেছে। এক ঘণ্টার চিকিৎসার পর সুস্থ হয়েছে। এ পর্যন্ত শিশুটি ভালো আছে বলেও জানান তিনি।


সর্বশেষ সংবাদ