ঈদের পর করোনা পরিস্থিতি অবনতির আশঙ্কা

০৯ মে ২০২১, ০৮:০৭ PM
প্রতীকী

প্রতীকী © ফাইল ছবি

দেশে করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কাজনক বৃদ্ধির গতি ঈদের পর আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের দপ্তরের মুখপাত্র নাজমুল ইসলাম। রোববার এক নিয়মিত বুলেটিনে তিনি এমন শঙ্কার কথা তুলে ধরেন।

নাজমুল ইসলাম বলেন, যে ভ্যারিয়েন্টটি আমরা চিহ্নিত করেছি, আমরা মনে করি, ভ্যারিয়েন্ট যা-ই হোক না কেন, চিকিৎসা ও ব্যবস্থাপনা পদ্ধতি প্রায় কাছাকাছি থেকে গেছে। খুব বেশি পরিবর্তন হয়নি।

তিনি বলেন, আমরা সংক্রমণের এই শৃঙ্খল যদি ভেঙে দিতে না পারি, আজ ভারতীয় ভ্যারিয়েন্ট এসেছে, কাল নতুন কোনো ভ্যারিয়েন্ট পাওয়া যাবে। আমাদের রোগীর সংখ্যা কিন্তু কমবে না। আমাদের স্বাস্থ্য ব্যবস্থা, উপকরণ, জনবল কিন্তু অসীম নয়।

পড়ুন: করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা ফের বাড়লো

গত কয়েকদিন ধরে পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্তের হারে ১০ শতাংশের নিচে আছে, এই পরিস্থিতি আশার আলো দেখালেও, তা নিয়ে সন্তুষ্ট থাকার কোনো সুযোগ নেই, বলেও উল্লেখ করেন তিনি।

বিশেষ করে, ঈদে রাজধানী ছেড়ে গ্রামের বাড়ি ফিরতে মানুষের ভিড় মারাত্মক আকারে সংক্রমণ ছড়াবে বলেও উদ্বেগ প্রকাশ করা হয়। নাজমুল হাসান বলেন, লকডাউন শিথিল করা হলে ঈদের পর কোভিড পরিস্থিতি গুরুতর আকার ধারণ করতে পারে।

এদিকে, ঈদে ঘরমুখো মানুষের আচরণে একই আশঙ্কার জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনও। তিনি বলেছেন, যা ঘটতে দেখা যাচ্ছে তার ফলাফল আমরা আগামী ১৪দিন পরই পাব। যারা নির্দেশ অমান্য করে নিজেদের ঝুঁকি নিয়ে ভিড়ে গেছেন তারা যেন পরিণতির জন্য সরকারকে কোনোভাবে দায়ী না করেন।

আজ ৭ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ২৬ জানুয়ারি ২০২৬
দেড় শতাধিক শিক্ষার্থীদের সাংবাদিকতায় প্রশিক্ষণ দিল কনকসাস
  • ২৬ জানুয়ারি ২০২৬
গননা শেষ না হওয়া পর্যন্ত ভোট কেন্দ্র পাহাড়া দিতে নেতাকর্মীদ…
  • ২৬ জানুয়ারি ২০২৬
যুবলীগের চার নেতা গ্রেপ্তার
  • ২৬ জানুয়ারি ২০২৬
মহিলাদের প্রচারে বাঁধা, সংঘর্ষে জামায়াতের ৬ কর্মী আহত
  • ২৬ জানুয়ারি ২০২৬
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নির্বাহী কমিটির সদস্য বহ…
  • ২৬ জানুয়ারি ২০২৬