করোনায় আক্রান্ত হলেন হাবিবুল বাশার

সাবেক অধিনায়ক ও নির্বাচক হাবিবুল বাশার
সাবেক অধিনায়ক ও নির্বাচক হাবিবুল বাশার  © ফাইল ফটো

নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নির্বাচক হাবিবুল বাশার। বুধবার (১১ নভেম্বর) তার নমুনা পরীক্ষার ফল পজিটিভ আসে। বিষয়টি নিশ্চিত করেছেন হাবিবুল বাশার নিজেই।

নিজের করোনা আক্রান্তের খবর নিশ্চিত করে তিনি বলেন, ‘দুদিন থেকে জ্বর থাকায় পরীক্ষা করিয়েছি। আজ(বুধবার) বিকেলেই রিপোর্ট পেলাম। পজিটিভ এসেছে।’ তবে হাবিবুলের স্ত্রী, সন্তানের পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।

এর আগে এই সপ্তাহেই এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন জাতীয় দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক মুমিনুল হক ও মাহমুদউল্লাহ। এবার সেই তালিকায় যোগ হলো সাবেক অধিনায়ক ও জাতীয় এই নির্বাচক।

এদিকে করোনায় আক্রান্ত হওয়ায় পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে যেতে পারেননি মাহমুদউল্লাহ রিয়াদ। গত মঙ্গলবার মুমিনুল ও তার স্ত্রীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। দুই ক্রিকেটারই নিজে বাসায় আইসোলেশনে আছেন। করোনায় আক্রান্ত হওয়ার কারণে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে এই দুই ক্রিকেটারের খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।


সর্বশেষ সংবাদ