বাহরাইনের প্রধানমন্ত্রী প্রিন্স খলিফা বিন সালমান আল-খলিফা © ফাইল ফটো
বাহরাইনের প্রধানমন্ত্রী প্রিন্স খলিফা বিন সালমান আল-খলিফা মারা গেছেন( ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। আজ বুধবার(১১ নভেম্বর) দেশটির রয়েল প্যালেস থেকে করা এক টুইটে এ তথ্য জানানো হয়েছে।
বাহরাইন নিউজ এজেন্সি (বিএনএ) জানিয়েছে, যুক্তরাষ্ট্রের মায়ো ক্লিনিক হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন প্রিন্স খলিফা। তবে কোন রোগের জন্য তার চিকিৎসা চলছিল সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তারা।
বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় প্রধানমন্ত্রী থাকার রেকর্ড দখলে রয়েছে প্রিন্স খলিফার। দীর্ঘ প্রায় ৫০ বছর ধরে তিনি বাহরাইনের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছেন। বুধবার মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।
উল্লেখ্য, ১৯৩৫ সালের ২৪ নভেম্বর জন্মগ্রহণ করেন প্রিন্স খলিফা। বাহরাইনের স্বাধীনতার এক বছর আগে ১৯৭০ সালের ১৯ জানুয়ারি প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন তিনি।