কলেজ ল্যাবের রাসায়নিক দ্রব্যকে মদ ভেবে পান, দুই শ্রমিকের মৃত্যু

০৬ নভেম্বর ২০২০, ০২:৫৫ PM
খুলনা সরকারি মহিলা কলেজ

খুলনা সরকারি মহিলা কলেজ © ফাইল ফটো

কলেজের ল্যাবে সংস্কারের কাজ করার সময় রাসায়নিক দ্রব্য পান করে দুই শ্রমিকের(রঙ মিস্ত্রি) মৃত্যু হওয়ার ঘটনা ঘটেছে। খুলনা সরকারি মহিলা কলেজের ল্যাবে এমন ঘটনা ঘটে। 

আজ শুক্রবার (৬ নভেম্বর) বেলা ১১টার দিকে ওই দুই শ্রমিক চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তরল রাসায়নিক দ্রব্যকে মদ ভেবে তারা পান করেছিলেন বলে জানিয়েছেন সেখানে কর্মরত বাকি শ্রমিকরা। 

মৃতরা হলেন- মো. পারভেজ (২৯) ও রফিক বিশ্বাস (৪০)। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন শামীম (৩২) নামে আরেক শ্রমিক। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে ওই তিন জন বিষাক্ত রাসায়নিক পান করে। এরপর অসুস্থ হয়ে পড়লে তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
 
এ বিষয়ে কলেজের অধ্যক্ষ এটিএম জাকির হোসেন জানান, কলেজের সংস্কার কাজের জন্য ওইসব শ্রমিককে নিয়োগ দেওয়া হয়েছিল। কিন্তু ল্যাব থেকে তারা বিষাক্ত কিছু পান করায় মৃত্যুর ঘটনা ঘটেছে।

 

মুক্তিযুদ্ধে সাহসী সাংবাদিকতার জন্য স্মরণীয় মার্ক টালির মৃ…
  • ২৭ জানুয়ারি ২০২৬
ক্ষমতার লোভে ইসলামের নামের বাক্স ছিনিয়ে নেওয়া হয়েছে: পীর সা…
  • ২৭ জানুয়ারি ২০২৬
বরগুনায় প্রকাশ্যে নির্বাচন বর্জনে লিফলেট বিতরণ নিষিদ্ধ ছাত্…
  • ২৭ জানুয়ারি ২০২৬
এবার এরশাদ উল্লাহর বক্তব্য চলাকালীন ককটেল বিস্ফোরণ
  • ২৭ জানুয়ারি ২০২৬
ঝালকাঠিতে বিএনপি অফিস ভাঙচুর, আহত ১
  • ২৭ জানুয়ারি ২০২৬
চাঁদাবাজির প্রতিবাদ করায় হামলা, ক্র্যাবের ১০ সাংবাদিক আহত
  • ২৭ জানুয়ারি ২০২৬