করোনায় বাবাকে হারালেন আফরান নিশো

অভিনেতা আফরান নিশো; ইনসেটে তার বাবা মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মিয়া ভোলা
অভিনেতা আফরান নিশো; ইনসেটে তার বাবা মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মিয়া ভোলা  © সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর বাবা করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মিয়া ভোলা।

আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোরে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

বাদ আসর ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা নামাজ শেষে ছাব্বিশা কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হবে। বিষয়টি টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

আব্দুল হামিদ মিয়া কিডনিসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ছিলেন। এছাড়া করোনায়ও আক্রান্ত ছিলেন। সম্প্রতি তার অবস্থার অবনতি হলে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানেই আজ ভোরে না ফেরার দেশে চলে যান মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মিয়া ভোলা।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!