হাসপাতালে ভর্তি ছেলের অবস্থা খারাপ শুনে মায়ের আত্মহত্যার চেষ্টা

০২ সেপ্টেম্বর ২০২০, ১১:৩৪ AM

রাজধানীর মোহাম্মাদপুরের লালমাটিয়ায় ঢাকা শিশু ও নবজাতক জেনারেল হাসপাতালের ছাদ থেকে লাফিয়ে রিমা (২৬) নামের এক নারী আত্মহত্যার চেষ্টা করেছেন। মঙ্গলবার সন্ধ্যার দিকে এই ঘটনা ঘটে। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তার গ্রামের বাড়ি ফেনী সদর উপজেলার আলোকদিয়া ভূইয়াবাড়ি এলাকায়। বাবার নাম হাশেম মিয়া। স্বামীর নাম মো. ডালিম।

রিমার চাচাতো বোন জামাই রোহান পারভেজ জানান, তার একমাত্র ছেলে তাসিনের (৩) পাইলসের সমস্যা রয়েছে। ৮-১০ দিন আগে দ্বিতীয় দফায় তাকে লালমাটিয়ার ঢাকা শিশু ও নবজাতক জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ৩-৪ দিন আগে তার পাইলসের অপারেশন করা হয়। এরপর থেকে সে ওই হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা ইউনিটে (এনআইসিইউ) ভর্তি আছে।

তিনি আরও জানান, চিকিৎসকরা জানিয়েছেন তাসিনের অবস্থা ভালো না। এই খবর জানার পরে রিমা সন্ধ্যার দিকে স্বজনদের বলেন, ‘আমি বাইরে থেকে একটু আসছি’। এর কিছুক্ষণ পরেই শোনা যায়, তিনি ছাদ থেকে লাফিয়ে পড়েছেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। ছাদ থেকে লাফিয়ে পড়েছেন নাকি এমনিতেই পড়ে গেছেন তা বলতে পারছি না। তবে সন্তানের শারীরিক অবস্থা নিয়ে তিনি হতাশাগ্রস্ত ছিলেন।

হাসপাতালের ম্যানেজার মো. আমিনুর রহমান জানান, হাসপাতালটি আটতলা। হাসপাতালের ছাদে নামাজের জায়গা রয়েছে। আর চারপাশে বাউন্ডারি দেয়া। ছাদ থেকে এমনিতেই পড়ে যাওয়ার মত উপায় নেই। আমাদের মনে হচ্ছে, তিনি লাফিয়ে নিচে পড়তে পারেন।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদশর্ক) মো. বাচ্চু মিয়া জানান, ওই নারীর অবস্থা শঙ্কটাপন্ন। তার চিকিৎসা চলছে।

লক্ষ্মীপুরে ড্রাম ট্রাক-অটোরিকশা সংঘর্ষে স্কুলছাত্রী নিহত
  • ২৭ জানুয়ারি ২০২৬
আদালত চত্বরে সাংবাদিককে লাথি মারলেন বিআরটিএর সাবেক কর্মকর্ত…
  • ২৭ জানুয়ারি ২০২৬
বিএনপির একটি কমিটি বিলুপ্ত, আরও ১২ নেতা বহিষ্কার
  • ২৭ জানুয়ারি ২০২৬
এনসিপির হবিগঞ্জ জেলা কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিবের পদত্…
  • ২৭ জানুয়ারি ২০২৬
চমক রেখে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা স্কটল্যান্ডের
  • ২৭ জানুয়ারি ২০২৬
‘দাঁড়িপাল্লা’ স্লোগানে গলা মেলালেন দুই ব্রিটিশ নাগরিক
  • ২৭ জানুয়ারি ২০২৬