গবেষণা: মেডিকেলের ৭০ শতাংশ শিক্ষার্থীই স্বাস্থ্যবিধি মানেন না

২৮ আগস্ট ২০২০, ০৮:৪১ AM

© ফাইল ফটো

দেশে করোনা ভাইরাস সংক্রান্ত তথ্য বেশি জানা থাকলেও স্বাস্থ্যবিধি পালনের ক্ষেত্রে অনেকটা পিছিয়ে মেডিকেলে অধ্যয়নরত শিক্ষার্থীরা। সাম্প্রতি জনস্বাস্থ্য ইনস্টিটিউট ও স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার যৌথ গবেষণায় দেখা গেছে, দেশে প্রায় ৭০ শতাংশ মেডিকেল কলেজ পড়ুয়া শিক্ষার্থীই স্বাস্থ্যবিধি পালন করেন না। আর মেডিকেলে পড়েন না এমন শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যবিধি পালন করেন না ৭৯ দশমিক ৪০ শতাংশ।

গবেষণায় জানা যায়, দেশের মেডিকেল কলেজগুলোতে পড়ুয়া ৬৯ দশমিক ১৫ শতাংশ শিক্ষার্থী স্বাস্থ্যবিধি পালন করেন না। তবে এ ব্যাপারটা শিক্ষার্থীদের অজানা নয়। সবকিছু জেনেও মানছেন না তারা। দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ুয়া শিক্ষার্থীদের তুলনায় জ্ঞান ভালো থাকলেও স্বাস্থ্যবিধি পালনে পিছিয়ে এসব শিক্ষার্থী। তবে মেডিকেলে পড়ে না এমন শিক্ষার্থীদের ক্ষেত্রে এ প্রবণতা আরো বেশি। বিশ্ববিদ্যালয় বা কলেজে পড়ুয়া এসব শিক্ষার্থীর প্রায় ৮০ শতাংশই স্বাস্থ্যবিধি পুরোপুরি অনুশীলন করে না।

গবেষণার তথ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয় বা কলেজে পড়ুয়া শিক্ষার্থীদের ৭৯ দশমিক ৪০ শতাংশ স্বাস্থ্যবিধি পালন করে না। এসব শিক্ষার্থীর মধ্যে মেডিকেল পড়ুয়া শিক্ষার্থীর তুলনায় কভিড-সংক্রান্ত জ্ঞানও কম বলে গবেষণায় উঠে এসেছে। গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যেহেতু ছাত্রছাত্রীদের মধ্যে স্বাস্থ্যবিধি পালনের বিষয়টিতে ঘাটতি রয়েছে, সুতরাং এ প্রেক্ষাপটে তাদের মাধ্য এ সচেতনতা আরো বাড়াতে হবে।

অনলাইনে সংযোজিত প্রশ্নের মাধ্যমে করা এ গবেষণায় অংশগ্রহণ করেন ঢাকাসহ অন্যান্য বিভাগীয় শহরের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে অধ্যয়নরত ৩৯৯ শিক্ষার্থী। এদের মধ্যে মেডিকেলের ১৫২ জন ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছিলেন ২৪৭ জন। এ শিক্ষার্থীদের মেডিকেল পড়ুয়া ১৪৯ জন এবং বিশ্ববিদ্যালয় পড়ুয়া ২৫০ জন স্ব-প্রণোদিতভাবে তাদের তথ্য প্রদান করেন।

গবেষণায় অংশ নেয়া শিক্ষার্থীদের ২৯ দশমিক ১ শতাংশ মনে করেন হ্যান্ড স্যানিটাইজারই হাত জীবাণুমুক্ত করার একমাত্র উপায়। ৫৩ শতাংশ ছাত্রছাত্রী মনে করেন মৃদু সংক্রমণ দেখা দিলে ১৪ দিন ঘরে থাকলে অন্যদের সংক্রমিত হওয়ার সম্ভাবনা কমে যায়। তবে ৪৭ শতাংশ শিক্ষার্থী তিন ফুট দূরত্বের বিষয়টি নিয়ে সঠিকভাবে তথ্য দিতে পারেননি বলে গবেষণা প্রতিবেদনে জানানো হয়েছে।

এ শিক্ষার্থীদের ৩৩ জন, অর্থাৎ ৮ দশমিক ৩০ শতাংশ বিশ্বাস করেন ধূমপান কভিড নিয়ন্ত্রণে সাহায্য করে। ৫৫ দশমিক ৪০ শতাংশ শিক্ষার্থী মনে করেন তাদের ব্যবহারের জন্য এন-৯৫ মাস্ক প্রয়োজন। এছাড়া শিক্ষার্থীদের ২৮ দশমিক ৮০ শতাংশের ধারণা, তিন স্তরবিশিষ্ট কাপড়ের মাস্ক কভিড-১৯ ছড়ানো প্রতিরোধ করতে পারে। তবে ৪ দশমিক ৮০ শতাংশ শিক্ষার্থী তাদের জন্য কোনো ধরনের মাস্কের প্রয়োজন নেই, গবেষকদের কাছে এমন তথ্য দিয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. শাহনীলা ফেরদৌসী জানান, এ গবেষণাটি ছাড়াও জনসাধারণ, ঢাকা শহরের বিভিন্ন স্থাস্থ্য প্রতিষ্ঠানে কাজ করছে এমন প্রতিনিধিদের মধ্যেও আরো দুটি গবেষণা চালানো হয়েছে। এর একটিতে দেশব্যাপী ১ হাজার ৫৪৯ জন এবং অন্যটিতে স্বাস্থ্য প্রতিষ্ঠানে কাজ করে এমন ৬০৪ জন অংশগ্রহণ করেন। গবেষণাগুলো মার্চ থেকে আগস্ট মাসের মধ্যে পরিচালিত হয়েছে বলে জানান তিনি।

জনস্বাস্থ্য ইনস্টিটিউট ও স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার অন্য দুটি গবেষণার একটিতে ঢাকা মহানগরী ও দেশের উত্তরাঞ্চলের মানুষ অংশগ্রহণ করে। সেখানে অনলাইনে ১ হাজার ২৪৯ জন, নিজ হাতে প্রশ্নপত্রের উত্তরকারী ১৯৪ জন এবং মুখোমুখি সাক্ষাত্কারে অংশগ্রহণকারী ১০৬ জনের তথ্য নিয়ে গবেষণাটি করা হয়। এদের মধ্যে ৬৯ দশমিক ৮০ শতাংশ কীভাবে নভেল করোনাভাইরাস ছড়ায় সে সম্পর্কে জ্ঞাত।

এ গবেষণায় দেখা গেছে, ৭০ শতাংশ লোক সামাজিক দূরত্ব সম্পর্কে সঠিকভাবে জানেন। এছাড়া মাস্ক ব্যবহার নিয়ে ইতিবাচক ধারণা পোষণ করেন ৭৮ দশমিক ৪০ শতাংশ। হাত ধোয়ার বিষয়টিতেও ইতিবাচক ধারণা আছে অধিকাংশ মানুষের। গবেষণায় অংশগ্রহণকারীদের ৮৭ দশমিক ৬০ শতাংশ হাত ধোয়ার বিষয়ে জানেন এবং এ বিষয়টিতে তাদের আপত্তি নেই। তবে এই জনগোষ্ঠীর ৫২ দশমিক ১০ শতাংশ মাস্ক ব্যবহার করেন। নিয়মিত হাত ধোয়ার কাজটি করেন ৫১ দশমিক ৮০ শতাংশ।

 

লক্ষ্মীপুরে ড্রাম ট্রাক-অটোরিকশা সংঘর্ষে স্কুলছাত্রী নিহত
  • ২৭ জানুয়ারি ২০২৬
আদালত চত্বরে সাংবাদিককে লাথি মারলেন বিআরটিএর সাবেক কর্মকর্ত…
  • ২৭ জানুয়ারি ২০২৬
বিএনপির একটি কমিটি বিলুপ্ত, আরও ১২ নেতা বহিষ্কার
  • ২৭ জানুয়ারি ২০২৬
এনসিপির হবিগঞ্জ জেলা কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিবের পদত্…
  • ২৭ জানুয়ারি ২০২৬
চমক রেখে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা স্কটল্যান্ডের
  • ২৭ জানুয়ারি ২০২৬
‘দাঁড়িপাল্লা’ স্লোগানে গলা মেলালেন দুই ব্রিটিশ নাগরিক
  • ২৭ জানুয়ারি ২০২৬