করোনায় মারা গেলেন রামেক অধ্যাপক মোস্তাক
- রাবি প্রতিনিধি
- প্রকাশ: ১০ আগস্ট ২০২০, ০৯:৩১ PM , আপডেট: ১০ আগস্ট ২০২০, ০৯:৩৫ PM
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) কমিউনিটি মেডিসিনের প্রাক্তন অধ্যাপক ডা. মোস্তাক হোসেন আনসারী মারা গেছেন। রামেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
আজ সোমবার সন্ধ্যায় রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেন।
ডা. সাইফুল ফেরদৌস জানান, রাজশাহী মেডিকেল কলেজের সাবেক অধ্যাপক ডা. মোস্তাক হোসেন আনসারীর শরীরে গত ২৫ জুলাই করোনা শনাক্ত হয়। এরপর থেকে তিনি বাসায় চিকিৎসা নিচ্ছিলেন।
এর আগে গত ২ আগস্ট শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। ওইদিন থেকে হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন। সোমবার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে কোয়ান্টাম ফাউন্ডেশনের মাধ্যমে তার মরদেহ দাফনের ব্যবস্থা করা হয়।