করোনার উপসর্গ নিয়ে আরও এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু

১৫ জুন ২০২০, ১১:৫২ AM

© প্রতীকী ছবি

পাবনা জেনারলে হাসপাতালে করোনা উপর্সগ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় নামে আরও এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। উৎপল কুমার সরকার (৫০) নামের ওই ব্যাংক কর্মকর্তা পাবনা শহরের শালগাড়িয়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তিনি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের প্রিন্সিপাল অফিসার।

হাসপাতালের চিকিৎসক সালহে মুহাম্মাদ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার (১৪ জুন) করোনা উপর্সগ নিয়ে উৎপল সরকার পাবনা জেনারেল হাসপাতালে র্ভতি হন। রাতেই মারা যান তিনি। পরে তার নমুনা সংগ্রহ করে করোনাভাইরাস পরীক্ষার জন্য পাঠানো হয়।

এদিকে জেলায় ২৪ ঘন্টায় ১১ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এরমধ্যে পাবনা জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ সাকিরুল ইসলাম রনিও (৪০) রয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০১ জনে। সিভিল সার্জন ডা. মেহেদী ইকবাল এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, ২৪ ঘন্টায় পাবনার ৯০টি নমুনা রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে পরীক্ষা করা হয়। এর মধ্যে ১১ জনের পজিটিভ শনাক্ত হয়। নতুন শনাক্তদের মধ্যে পাবনা সদরের ১০ জন এবং চাটমোহর উপজেলার একজন রয়েছেন। করোনায় এ পর্যন্ত পাবনায় দু‘জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন আট জন।

প্রতিষ্ঠান প্রধান নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ নিয়ে আলোচনা চলছে
  • ২৯ জানুয়ারি ২০২৬
বয়কট গুঞ্জনের মাঝেই বিশ্বকাপ ইস্যুতে নতুন সিদ্ধান্ত পাকিস্ত…
  • ২৯ জানুয়ারি ২০২৬
নেত্রকোনায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কসহ ৩ নেতা বহিষ্…
  • ২৯ জানুয়ারি ২০২৬
দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ২৮ নেতাকে বহিষ্কার ব…
  • ২৯ জানুয়ারি ২০২৬
প্রিয় সিনেমার নাম জানালেন তারেক রহমান
  • ২৯ জানুয়ারি ২০২৬
শেরপুরে জামায়াত নেতা নিহতে প্রতিবাদে মশাল মিছিল করবে এনসিপি
  • ২৯ জানুয়ারি ২০২৬