ওষুধ বিক্রি করছেন করোনা আক্রান্ত দোকানদার!

১২ জুন ২০২০, ১১:৪৩ AM

© সংগৃহীত

চাঁদপুর শহরে করোনায় আক্রান্ত রোগীর বাড়ি চিহ্নিত করে লকডাউন শুরু করেছে জেলা প্রশাসন। এমনকি পৌঁছে দেওয়া হচ্ছে, মৌসুমি ফলসহ ওষুধ সামগ্রী। এর আগে চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান শহরের প্রধান কয়েকটি সড়কে অভিযানে নামেন।

গতকাল বৃহস্পতিবার দিনভর একদল স্বেচ্ছাসেবক নিয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে কাজ চালিয়ে যান।

এসময় শহরের বিভিন্ন এলাকায় করোনা রোগী শনাক্ত করে তাদের বাড়ি লাল নিশান উড়িয়ে দিয়ে তা লকডাউন ঘোষণা করা হয়।

একই সময় ব্যাটারিচালিত ইজিবাইক এবং রিকশাচালকদের মুখে মাস্ক না থাকায় তাদের সতর্ক করে দেন তিনি। পরে একাধিকবার ব্যবহার করা যায় মানসম্মতি এমন দুই শতাধিক মাস্ক চালকদের মাঝে বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক।

আর এই অভিযান পরিচালনার সময় দেখা যায়, একজন করোনা পজিটিভ রোগী নিজে তার ওষুধের দোকান খুলে ব্যবসা করছেন। এমন পরিস্থিতিতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন নাহার ওই রোগীকে ৫ হাজার টাকা জরিমানা এবং তাকে সতর্ক করে দিয়ে ওষুধের দোকানটি লকডাউন ঘোষণা করেন।

প্রসঙ্গত, গত মঙ্গলবার থেকে চাঁদপুর নতুন নিয়মে লকডাউন চালু করে জেলা প্রশাসন। এতে বলা হয়েছে, শহরের কেউ করোনায় আক্রান্ত হলে রোগীর বাড়ি এবং গ্রামে হলে আক্রান্ত এবং তার আশপাশের চারটি বাড়ি লকডাউন ঘোষণা করা হবে।

তবে গত বৃহস্পতিবার থেকে জেলা শহরে রোগী শনাক্তে উদ্যোগ নেওয়া হলেও উপজেলাগুলোতে তা চোখে পড়েনি। এমন পরিস্থিতিতে জেলার হাজীগঞ্জে করোনা পজিটিভ- এ আক্রান্ত স্থানীয় সাংবাদিক সাইফুল ইসলাম সিফাত ক্ষোভ প্রকাশ করেছেন।

প্রতিষ্ঠান প্রধান নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ নিয়ে আলোচনা চলছে
  • ২৯ জানুয়ারি ২০২৬
বয়কট গুঞ্জনের মাঝেই বিশ্বকাপ ইস্যুতে নতুন সিদ্ধান্ত পাকিস্ত…
  • ২৯ জানুয়ারি ২০২৬
নেত্রকোনায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কসহ ৩ নেতা বহিষ্…
  • ২৯ জানুয়ারি ২০২৬
দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ২৮ নেতাকে বহিষ্কার ব…
  • ২৯ জানুয়ারি ২০২৬
প্রিয় সিনেমার নাম জানালেন তারেক রহমান
  • ২৯ জানুয়ারি ২০২৬
শেরপুরে জামায়াত নেতা নিহতে প্রতিবাদে মশাল মিছিল করবে এনসিপি
  • ২৯ জানুয়ারি ২০২৬