কবরস্থানে লাশ নিতে দেয়নি গ্রামবাসী, নদীর ধারে দাফন স্ত্রী

১০ জুন ২০২০, ১১:০৩ AM

© সংগৃহীত

করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ায় মনোয়ারা বেগমের (৩০) চিরচেনা নিজ গ্রামের কবরস্থানে লাশ দাফন করতে দেয়নি এলাকাবাসী। মঙ্গলবার নীলফামারীর জলঢাকা উপজেলার পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের বগুলাগাড়ী গ্রামে এমন ঘটনা ঘটে। মনোয়ারা ওই গ্রামের মোজদুলের মেয়ে।

এমন ঘটনায় এলাকাবাসী পিছু হটলে জলঢাকা উপজেলা চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুরের হস্তক্ষেপে প্রশাসনের সহায়তায় ইসলামী ফাউন্ডেশনে মাধ্যমে জানাজা শেষে মাগরিবের পূর্বে শহরের আউলিয়াখানা নদীর ধারে মনোয়ারা বেগমের লাশ দাফন করা হয়।

এর আগে এক সন্তানের জননী মনোয়ারা বেগম (৩০) করোনা আক্রান্ত হয়ে মঙ্গলবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

পরিবার সূত্রে জানা গেছে, স্বামী শরিফুল ইসলামের সঙ্গে ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করতেন মনোয়ারা বেগম। তার স্বামীর বাড়ি জলঢাকার কাঠালী ইউনিয়নে। এরই মাঝে তারা গত ৫ মে সন্তানসহ ঢাকা থেকে বাসযোগে গ্রামের বাড়ি রওনা দেয়। পথে মনোয়ারা অসুস্থ হয়ে পড়লে রংপুরে নেমে যায় এবং তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে ৬ মে তাদের নমুনা নেয়া হয়। ৮ মে রংপুর পিসিআর ল্যাবের রির্পোটে মনোয়ারার করোনা পজিটিভ আসে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

গতকাল বেলা ১২টার দিকে অ্যাম্বুলেন্সে তার স্বামী ও সন্তান মনোয়ারার মরদেহ শহরের বগুলাগাড়ী নিয়ে আসে। কিন্তু সেখানে এসে তার গ্রামবাসীর বাধায় মনোয়ারার লাশ বাড়িতে প্রবেশ করাতে পারেনি। এ ঘটনার পর তার স্বামী স্ত্রীর লাশ নিয়ে নিজের ইউনিয়নে নেয়ার চেষ্টা করে। কিন্ত সেখানেও তিনি ব্যর্থ হন।

এ সময় তিনি কিছুই না করতে পেরে পরে উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুরকে বিষয়টি জানালে তার হস্তক্ষেপে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের সহায়তায় ইসলামী ফাউন্ডেশনের নিয়োগকৃত মওলানার মাধ্যমে মনোয়ারা বেগমের লাশের দাফন করা হয়।

প্রতিষ্ঠান প্রধান নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ নিয়ে আলোচনা চলছে
  • ২৯ জানুয়ারি ২০২৬
বয়কট গুঞ্জনের মাঝেই বিশ্বকাপ ইস্যুতে নতুন সিদ্ধান্ত পাকিস্ত…
  • ২৯ জানুয়ারি ২০২৬
নেত্রকোনায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কসহ ৩ নেতা বহিষ্…
  • ২৯ জানুয়ারি ২০২৬
দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ২৮ নেতাকে বহিষ্কার ব…
  • ২৯ জানুয়ারি ২০২৬
প্রিয় সিনেমার নাম জানালেন তারেক রহমান
  • ২৯ জানুয়ারি ২০২৬
শেরপুরে জামায়াত নেতা নিহতে প্রতিবাদে মশাল মিছিল করবে এনসিপি
  • ২৯ জানুয়ারি ২০২৬