মাস্ক না পরে বের হলে ৬ মাসের জেল

৩১ মে ২০২০, ১২:৪৯ PM

© সংগৃহীত

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে কয়েক দফায় টানা ৬৬ দিন সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। সে ছুটি শেষে আজ রবিবার (৩১ মে) থেকে অ‌ফিস খুলছে। পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে আগামীকাল থেকে গণপরিবহনও চালু হতে যাচ্ছে।

বিদ্যমান পরিস্থিতিতে সরকার স্বাস্থ্যবিধি মেনে চলতে কঠোর নির্দেশনা জারি করেছে। সে অনুযায়ী মাস্ক পরে বের হওয়া, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং জীবাণুনাশক ব্যবহারের কথা বলা হয়েছে। এছাড়া অফিস, গণপরিবহন চালু হলেও রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত সবার চলাচলে নিষেধাজ্ঞা বহাল থাকবে। জরুরি সেবা নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

করোনা সংক্রমণ রোধে মাস্ক না পরে বের হলে তা বেআইনি বলে ঘোষণা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এক সার্কুলারে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, সংক্রামক রোগ প্রতিরোধ আইনের আওতায় কেউ মাস্ক না পরে বের হলে তাকে ছয় মাসের জেল দেওয়া হবে। অথবা এক লাখ টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে।

অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত ওই সার্কুলারে আরও বলা হয়, আদেশ অমান্য করার কারণে আরো তিন মাসের জেল, সঙ্গে ৫০ হাজার টাকা জিরিমানা করা হতে পারে। পাশাপাশি অন্যান্য স্বাস্থ্যবিধিও মেনে চলতে বলা হয়েছে। তা অমান্য করলেও শাস্তির আওতায় পড়তে হবে বলে জানানো হয়েছে।

চীনের সঙ্গে যুক্তরাজ্যের চুক্তিকে ‘অত্যন্ত বিপজ্জনক’ বললেন …
  • ৩০ জানুয়ারি ২০২৬
ফেনী যাচ্ছেন জামায়াত আমির, পাইলট মাঠে জনস্রোত
  • ৩০ জানুয়ারি ২০২৬
ভর্তিচ্ছুদের পদচারণায় মুখরিত লাল মাটির ক্যাম্পাস
  • ৩০ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জে ১৯৭টি ভোটকেন্দ্র অতিগুরুত্বপূর্ণ, ভোটারদের মধ্যে…
  • ৩০ জানুয়ারি ২০২৬
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ধানের শীষ প্রার্থীর সমর্থক…
  • ৩০ জানুয়ারি ২০২৬
সুখবর পেলেন বিএনপির এক নেতা
  • ৩০ জানুয়ারি ২০২৬