ঘরবন্দি শিক্ষার্থীদের জন্য ভিন্ন আয়োজন গবিসাসের

১৮ মে ২০২০, ০৯:৪৮ AM

করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে বন্ধ রয়েছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের মতো দীর্ঘদিন ধরে বন্ধ আছে সাভারের গণ বিশ্ববিদ্যালয় (গবি)। ফলে কার্যত ঘরবন্দি থাকতে হচ্ছে ক্যাম্পাস কেন্দ্রিক মানুষগুলোকে। কিন্তু এমন বন্দি জীবনে বিষণ্ণ সবাই, কেউ হতাশয় ভুগছেন আবার কেউ মিস করছেন প্রিয় মুখগুলোকে। এমন অবস্থা থেকে পরিত্রাণে এবং শিক্ষার্থীদের অলস সময়কে কিছুটা অর্থবহ করে তুলতে গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গবিসাস) আয়োজন করেছে বিশেষ ফেসবুক লাইভ অনুষ্ঠান ‘গবিসাস আলাপন’।

গত ১৫ মে এ আয়োজনের প্রথম পর্ব অনুষ্ঠিত হয়। ক্যাম্পাসের সাবেক ও বর্তমান জনপ্রিয় মুখদের নিজেদের কার্যক্রম, করোনা সংলাপ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দিক, অনলাইনে ক্লাস-পরীক্ষাসহ জানা অজানা বিভিন্ন কথা শিক্ষার্থীদের জানাতেই এ উদ্যোগ।

এ বিষয়ে আয়োজক সংগঠনের সভাপতি মো. রনি খাঁ বলেন, ‘করোনাকালে ক্যাম্পাসের মানুষগুলো একে অপরের সাথে দীর্ঘদিন ধরে সাক্ষাৎ করতে পারছে না, আড্ডা দিতে পারছে না। এমন পরিস্থিতিতে সবাই সবাইকে মিস করছে। অনেকে আবার হতাশায় ভুগছেন, অনেকের অলস জীবন একঘেয়মি হয়ে গেছে। আমরা গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি বিষয়টিকে নিয়ে কিছু করার চেষ্টা করেছি তারই ক্ষুদ্র প্রয়াস এই আয়োজন। আমাদের আয়োজনে বর্তমান জনপ্রিয়দের পাশাপাশি সাবেক শিক্ষার্থীদেরকে অতিথি হিসেবে রাখছি। যাতে নতুন শিক্ষার্থীরা তাদের অবদান সম্পর্কে জানতে পারে।’

সংশ্লিষ্টরা আরও জানান, পরিস্থিতি বিবেচনা করে এ আয়োজন ঈদের পরেও চলমান রাখার পরিকল্পনা আছে। আমরা এ অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের অর্জনগুলোকে তুলে ধরার চেষ্টা করছি। সামনের পর্বগুলোতে আমরা দর্শকদের জন্য বিভিন্ন চমক রাখবো। এজন্য সকলের সহযোগিতা কামনা করছি।

বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মত আয়োজিত ব্যতিক্রমধর্মী এই লাইভ অনুষ্ঠান উদ্বোধনী দিন থেকেই ক্যাম্পাসের শিক্ষার্থীদের মাঝে দারুণ সাড়া ফেলতে সক্ষম হয়েছে। গবিসাস নেতৃবৃন্দের সঞ্চালনায় প্রতিদিন বিকাল ৫টায় সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সরাসরি অনুষ্ঠানটি লাইভ করা হচ্ছে। এতে প্রতিদিন ৩ জন করে অতিথি থাকছেন।

কুবির ‘বি’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শনিবার, প্রতি আসনে …
  • ৩০ জানুয়ারি ২০২৬
নির্বাচনী প্রচারণায় ব্যক্তিগত আঘাত না করার প্রত্যাশা মির্জা…
  • ৩০ জানুয়ারি ২০২৬
মহাখালীতে সাততলা ভবনে আগুন
  • ৩০ জানুয়ারি ২০২৬
ইশতেহার দিয়ে বাস্তবায়ন না করতে পারার সংস্কৃতিতে ঢুকবে না …
  • ৩০ জানুয়ারি ২০২৬
পদত্যাগ করে জামায়াতে যোগ দিলেন ছাত্রদল নেতা বিদ্যুৎ চন্দ্র
  • ৩০ জানুয়ারি ২০২৬
এনসিপি তার ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর থাকবে
  • ৩০ জানুয়ারি ২০২৬