এবার সাবেক সাংসদের করোনা পজেটিভ

০৫ মে ২০২০, ১২:৪২ PM

© প্রতীকী ছবি

ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় একজন সাবেক সাংসদ ও তিন চিকিৎসকসহ সাতজনের শরীরে নভেল করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৮ জন। জেলার সিভিল সার্জন কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছেন।

ঝিনাইদহ সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৫ মে জেলায় প্রথম দুজন করোনায় আক্রান্ত রোগীর সন্ধান মেলে। এরপরের চারদিন রোগী বাড়তে থাকে। মাঝে কয়েক দিন আর রোগী মেলেনি। হঠাৎ করে গত ২৪ ঘণ্টায় নতুন করে সাতজনের শরীরে করোনা ভাইরাস পজিটিভ এসেছে।

আক্রান্ত সাবেক সাংসদ ঝিনাইদহ-৪ আসনের। তিনি একটি উপজেলা আওয়ামী লীগের সভাপতি। তিন চিকিৎসকের মধ্যে দুজন ঝিনাইদহ সদর হাসপাতালের ও একজন কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সুলতান আহম্মদ জানান, কালীগঞ্জে নতুন করে যে দুজনের শরীরে করোনা ভাইরাস পজিটিভ এসেছে তাঁদের মধ্যে একজন সাবেক সাংসদ রয়েছেন।

এর আগে ২৮ মার্চ নির্বাচনী এলাকা থেকে ঢাকায় ফিরে নওগাঁ-২ আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকারের শরীরে করোনা উপসর্গ দেখা দেয়। পরে নমুনা সংগ্রহ ও পরীক্ষা করে ১ মে আইইডিসিআর তিনি করোনা আক্তান্ত বলে নিশ্চিত করে।

আইবিএ ও মেডিকেলে ভর্তির সুযোগপ্রাপ্তদের সংবর্ধনা দিল আদমজী …
  • ৩১ জানুয়ারি ২০২৬
এশিয়ান ইউনিভার্সিটির উদ্যাগে ঢাকায় আন্তর্জাতিক কনফারেন্স অন…
  • ৩১ জানুয়ারি ২০২৬
নির্বাচনে সারা দেশে ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য মোতায়েন থ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
মিয়ানমারে নির্বাচনের সময় জান্তার বিমান হামলায় নিহত অন্তত ১৭০
  • ৩১ জানুয়ারি ২০২৬
সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু
  • ৩১ জানুয়ারি ২০২৬
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১৫
  • ৩১ জানুয়ারি ২০২৬