জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের অবস্থার উন্নতি

০৪ মে ২০২০, ০১:০৫ PM

© ফাইল ফটো

রাজধানীর ইউনিভার্সেল হাসপাতালে চিকিৎসাধীন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের বর্তমানে শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। এর আগে প্রত্যাশিত উন্নতির লক্ষণ দেখতে না পাওয়ায় চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে (সিসিইউ) স্থানান্তর করেছিলেন। তবে পুরোপুরি সুস্থ হতে প্রায় দুই সপ্তাহ সময় লাগতে পারে বলে জানিয়েছেন অধ্যাপক আনিসুজ্জামানের ছেলে আনন্দ জামান।

সোমবার ( ৪ মে ) তার বাবার শারীরিক অবস্থার বিষয়ে জানতে চাইলে তিনি এমন তথ্য দিয়েছেন।

ছেলে আন্দন জামান বলেন, বাবার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তার কনশাসনেস লেভেল এখন আগের চেয়ে ভালো। খাবার গ্রহণ আগের ছেয়ে কিছুটা ভালো হচ্ছে। ডাক্তার দীন মোহাম্মদ তার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করছেন।

জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান হার্ট ও কিডনিজনিত রোগে আক্রান্ত হওয়ায় গত ২৭ এপ্রিল রাজধানীর ইউনিভার্সেল হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তাকে সিসিইউতে রাখা হয়, দুদিন পর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছিল। এরপর শারীরিক অবস্থা আবারো খারাপ হলে ফের সিসিইউতে রাখা হয়। তবে বর্তমানে জাতীয় এই অধ্যাপকের শারীরিক অবস্থার কিছুটা উন্নতির দিকে যাচ্ছে বলে জানা গেছে।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী জানান, স্যারের হার্ট ও কিডনিজনিত সমস্যা রয়েছে। রক্তে ইনফেকশন রয়েছে। একই সঙ্গে বার্ধক্যজনিত নানা জটিলতা রয়েছে। এই চিকিৎসকের তত্ত্বাবধানে আনিসুজ্জামানের চিকিৎসা চলছে।

এর আগে বার্ধক্যজনিত নানা সমস্যা নিয়ে গত সোমবার (২৭ এপ্রিল) রাজধানীর ইউনিভার্সেল হাসপাতালে ভর্তি করা হয় জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানকে। পরে প্রত্যাশিত উন্নতির লক্ষণ দেখতে না পাওয়ায় চিকিৎসকরা তাকে শনিবার (২ মে) নিবিড় পর্যবেক্ষণে (সিসিইউ) স্থানান্তর করেন।

ট্যাগ: জাতীয়
‘নির্বাচনে মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি’
  • ৩১ জানুয়ারি ২০২৬
প্রধানমন্ত্রীর বাসভবন হবে গণভবনের পাশেই
  • ৩১ জানুয়ারি ২০২৬
শক্ত ঘাঁটির দুই আসনে বিএনপির উদ্বেগ বাড়াচ্ছে বিদ্রোহী প্রার…
  • ৩১ জানুয়ারি ২০২৬
কুবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্নপত্র দেখুন
  • ৩১ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জের ৪ রোভারের হেঁটে ১৫০ কিলোমিটার পথ পরিভ্রমণ শুরু
  • ৩১ জানুয়ারি ২০২৬
নির্বাচনে জিতলে কী করবেন, ৯ পয়েন্টে ইশতেহার দিলেন নুর
  • ৩১ জানুয়ারি ২০২৬