করোনা মুক্তির প্রথম ওষুধ ব্যবহারের অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

০২ মে ২০২০, ০১:০৭ PM

© সংগৃহীত

প্রথমবারের মতো জরুরি প্রয়োজনে ওষুধ ব্যবহারের অনুমতি দিয়েছে মার্কিন কর্তৃপক্ষ, যা করোনাভাইরাস আক্রান্ত রোগীকে দ্রুত পুনরুদ্ধার করতে সহায়তা করতে পারে। করোনার বিরুদ্ধে কার্যকর চিকিৎসার জন্য বৈশ্বিক অনুসন্ধানের ক্ষেত্রে এ ওষুধকে একটি মাইলফলক হিসাবে বিবেচনা করছে যুক্তরাষ্ট্র।

অক্সিজেন বা ভেন্টিলেটরের জন্য শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন বা হাসপাতালে ভর্তি ‘মারাত্মক রোগে’ আক্রান্ত রোগীদের ক্ষেত্রে পরিপূরক হিসাবে গিলিয়ড সায়েন্সেস’র ওষুধ ব্যবহারের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন।  

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে এ ওষুধ অনুমোদনের ঘোষণা দেন। এসময় গিলিয়ডের সিইও ড্যানিয়েল ও'ডে এবং খাদ্য ও ওষুধ প্রশাসনের কমিশনার স্টিফেন হ্যান উপস্থিত ছিলেন। 

এর আগে গিলিয়ড সায়েন্স-এর ওষুধ ‘রেমডেসিভির’ এর পরীক্ষামূলক ব্যবহারে ইতিবাচক ফলাফল পাওয়া গেছে উল্লেখ করে এটির কার্যকারিতার বিষয়ে হোয়াইট হাউসকে অবগত করেন মার্কিন বিজ্ঞানীরা। ক্লিনিক্যাল ট্রায়াল হিসাবে এ ওষুধের কার্যকারিতার প্রমাণের পর আশঙ্কাজনক রোগীদের ক্ষেত্রে রেমডেসিভির ব্যবহার করা হয়।

উল্লেখ্য, প্রাণঘাতি করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে সবার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১১ লাখেরও বেশি। এছাড়া শুক্রবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ হাজার ৭৭৬ জনে।

প্রধানমন্ত্রীর বাসভবন হবে গণভবনের পাশেই
  • ৩১ জানুয়ারি ২০২৬
শক্ত ঘাঁটির দুই আসনে বিএনপির উদ্বেগ বাড়াচ্ছে বিদ্রোহী প্রার…
  • ৩১ জানুয়ারি ২০২৬
কুবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্নপত্র দেখুন
  • ৩১ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জের ৪ রোভারের হেঁটে ১৫০ কিলোমিটার পথ পরিভ্রমণ শুরু
  • ৩১ জানুয়ারি ২০২৬
নির্বাচনে জিতলে কী করবেন, ৯ পয়েন্টে ইশতেহার দিলেন নুর
  • ৩১ জানুয়ারি ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো বাংলাদেশ, আবেদন শেষ ২৮ ফেব্রুয়…
  • ৩১ জানুয়ারি ২০২৬