সাংবাদিক খোকনের স্ত্রী ও ছেলে করোনায় আক্রান্ত

  © সংগৃহীত

করোনায় আক্রান্ত হয়ে দৈনিক সময়ের আলোর প্রধান প্রতিবেদক সদ্য প্রয়াত সাংবাদিক হুমায়ুন কবির খোকনের স্ত্রী ও ছেলে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। হুমায়ুন কবির মারা যাওয়ার পর তারা হোম কোয়ারেন্টাইনে ছিলেন। তাদেরকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাংবাদিক খোকনের পারিবারিক সূত্র শনিবার (২ মে) এ তথ্য নিশ্চিত করেছে।

তিনি বলেন, শুক্রবার রাতে রিজেন্ট হাসপাতাল থেকে জানানো হয়, আমাদের দু’জনের পজিটিভ রিপোর্ট এসেছে। এতোদিন বাসায় থাকলেও তাই এখন হাসপাতালে যাচ্ছি। খোকন যেদিন মারা গেল, সেদিন সেখানেই তাদের নমুনা সংগ্রহ করা হয় এবং আজ হাসপাতাল থেকে রিপোর্ট জানানো হলো।

গত ২৮ এপ্রিল রাতে হুমায়ুন কবির খোকন ঢাকার রিজেন্ট হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি বেশ কিছু দিন ধরেই দাঁতের ব্যথায় ভুগছিলেন, সঙ্গে ছিল জ্বর, কাশি ও শ্বাসকষ্ট।

অবস্থার অবনতি হলে তাকে রিজেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে তিনি মারা যান। পরবর্তী সময়ে তার নমুনা সংগ্রহ করা হলে তিনি করোনায় আক্রান্ত ছিলেন বলে জানা যায়।

এদিকে, কোভিড-১৯ আক্রান্ত হয়ে সাংবাদিকদের মধ্যে প্রথম খোকনই মৃত্যুবরণ করেছেন। বাংলাদেশের গণমাধ্যমে কর্মরত অন্তত ৪০ জন সাংবাদিক নভেল করোনাভাইরাসে আক্রান্ত বলে স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে।


সর্বশেষ সংবাদ