চট্টগ্রামের লোহাগাড়ায় প্রথম করোনা রোগী শনাক্ত

০১ মে ২০২০, ১১:৫৯ PM

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তিনি সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য পরিদর্শক হিসেবে কর্মরত রয়েছেন। আজ শুক্রবার বিআইটিআইডির নমুনা পরীক্ষার ফলাফলে এ তথ্য জানা যায়।

জানা যায়, আক্রান্ত ওই ব্যক্তি লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি কোয়ার্টারে থাকেন। তার স্ত্রী লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স হিসেবে কর্মরত রয়েছেন। তবে তিনি লোহাগাড়ায় থেকে নাকি সাতকানিয়া থেকে আক্রান্ত হয়েছে তা এখনো জানা যায়নি। গত কয়েকদিন আগে আক্রান্ত ওই স্বাস্থ্য পরিদর্শক ও তার স্ত্রীর নমুনা সংগ্রহ করে বিআইটিআইডিতে পাঠানো হয়।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: মোহাম্মদ হানিফ বলেন, গত কয়েকদিন আগে দু'জনের নমুনা সংগ্রহ করে বিআইটিআইডিতে পাঠানো হয়। আজ শুক্রবার তাদের দুজনের মধ্যে একজনের পজেটিভ আসে, আরেকজনের নেগেটিভ। তিনি সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ পরিদর্শক হিসেবে কর্মরত আছেন।

এর আগে ৯২ জনের নমুনা পরীক্ষা করে গত বুধবার ৫৮ জনের নেগেটিভ রিপোর্ট পাওয়া যায়। বাকি ১১ জনের মধ্যে শুধুমাত্র এই স্বাস্থ্য পরিদর্শকের করোনা পজেটিভ আসে। উল্লেখ্য, তিনিই লোহাগাড়ায় প্রথম করোনা আক্রান্ত ব্যক্তি।

আইবিএ ও মেডিকেলে ভর্তির সুযোগপ্রাপ্তদের সংবর্ধনা দিল আদমজী …
  • ৩১ জানুয়ারি ২০২৬
এশিয়ান ইউনিভার্সিটির উদ্যাগে ঢাকায় আন্তর্জাতিক কনফারেন্স অন…
  • ৩১ জানুয়ারি ২০২৬
নির্বাচনে সারা দেশে ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য মোতায়েন থ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
মিয়ানমারে নির্বাচনের সময় জান্তার বিমান হামলায় নিহত অন্তত ১৭০
  • ৩১ জানুয়ারি ২০২৬
সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু
  • ৩১ জানুয়ারি ২০২৬
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১৫
  • ৩১ জানুয়ারি ২০২৬