৬৭৭ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত, মৃত্যু ৪ জনের

০১ মে ২০২০, ১০:২৫ PM

© ফাইল ফটো

চীনের ‍উহান থেকে ছড়ানো করোনাভাইরাসে টালমাটাল গোটা বিশ্ব। এর থেকে রক্ষা পায়নি বাংলাদেশও। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। ভুক্তভোগীদের মধ্যে যারা করোনা মোকাবিলায় কাজ করছেন, তাদের সংখ্যাও অনেক। 

দেশে করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় সামনের সারিতে রয়েছেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশ এবং সামরিক বাহিনীর সদস্যরা। তাদের মধ্যেও আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে।

আজ শুক্রবার সুত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩২৮ জন। সর্বশেষ ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ৬৮ জন।

এছাড়া সারাদেশে সর্বমোট ৬৭৭ জন পুলিশ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন চার জন। কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে এক হাজার ২২৫ জনকে। আর আইসোলেশনে রয়েছেন ১৭৪ জন। সুস্থ হয়েছেন ৫৫ জন।

প্রাণঘাতী ভাইরাস করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় বাংলাদেশে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭০ জনে। নতুন করে ভাইরাসটি শনাক্ত হয়েছে ৫৭১ জনের দেহে। ফলে সর্বমোট শনাক্তের সংখ্যা হলো আট হাজার ২৩১ জন।

উৎসব ভাতার পর এবার বকেয়া বেতন নিয়ে সুখবর দিল মাউশি
  • ৩১ জানুয়ারি ২০২৬
কুবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্নপত্র দেখুন এখানে
  • ৩১ জানুয়ারি ২০২৬
আধিপত্যবাদ নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করলে প্রতিহত করা হব…
  • ৩১ জানুয়ারি ২০২৬
কেন্দ্রীয় চুক্তিতে বাড়ছে ক্রিকেটার, বেতনও বাড়ছে কি?
  • ৩১ জানুয়ারি ২০২৬
নাভারন-ভোমরা রেলপথে পূরণ হতে যাচ্ছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দে…
  • ৩১ জানুয়ারি ২০২৬
প্রশাসনের নিরপেক্ষতা বিঘ্নিত হলে কঠোর ব্যবস্থা: ইসি সানাউল্…
  • ৩১ জানুয়ারি ২০২৬